সংবাদ বিজ্ঞপ্তি: ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস কে শাহিনের ছোট চাচা বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ।
শনিবার (১৬ জুলাই ) এক শোক বিবৃতিতে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এ শোক ও দুঃখ প্রকাশ করেন তারা। এদিকে
বিবৃতিতে মরহুম বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ এর পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস কে শাহিনের ছোট চাচা বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ এর মৃত্যুর সংবাদ শুনেই বাসভবনে ছুটে যায় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তারা।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ শনিবার ( ১৬ জুলাই ) বিকেল আড়াইটার দিকে ফতুল্লার পূর্ব সস্তাপুর এলাকার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ……….. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫বছর। তিনি স্ত্রী ও ২ছেলেও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।