en
বুধবার , ৩০ অক্টোবর ২০১৯ | ৩০শে পৌষ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আর্ন্তজাতিক
  6. এক্সক্লুসিভ
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জন দুর্ভোগ
  10. জাতীয়
  11. টপ লিড
  12. বিনোদন
  13. মহানগর
  14. রাজনীতি
  15. লিড

বেশির ভাগই লোকসানের ঘরে

প্রতিবেদক
Md Shihab
অক্টোবর ৩০, ২০১৯ ১০:২০ পূর্বাহ্ণ
download 1 1

গত ১০ মাসে প্রেক্ষাগৃহে দেশীয় প্রায় ৩৪টি ছবি মুক্তি পেয়েছে। এগুলোর বেশির ভাগই মুখ থুবড়ে পড়েছে। বছরের প্রথম ছবি আই অ্যাম রাজ থেকে লোকসানের খাতা খোলে, সব শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ডনগিরিও লাভের মুখ দেখেনি।

এ বছরে মুক্তিপ্রাপ্ত ছবিগুলো হলো আমার প্রেম আমার প্রিয়া, দাগ হৃদয়ে, ফাগুন হাওয়ায়, অন্ধকার জগত, হৃদয়ে রংধনু, প্রেম আমার ২, যদি একদিন, বউ বাজার, কারণ তোমাকে ভালোবাসি, লিডার, লাইভ ফ্রম ঢাকা, তুই আমার রানী, প্রতিশোধের আগুন, বয়ফ্রেন্ড, রাত্রীর যাত্রী, আলফা, আবার বসন্ত, পাসওয়ার্ড, আব্বাস, আকাশ মহল, মনের মতো মানুষ পাইলাম না, মায়াবতী, পাগলামী, সাপলুডু, নোলক, বেপরোয়া ইত্যাদি।

এসব ছবির মধ্যে একমাত্র পাসওয়ার্ড ছবিটি লাভের মুখ দেখেছে। শাকিব খানের ওপর প্রযোজকদের ভরসা থাকলেও শাকিব অভিনীত অন্য দুটি ছবি নোলক ও মনের মতো মানুষ পাইলাম না থেকে বিনিয়োগ পুরোপুরি ফেরেনি। মুক্তিপ্রাপ্ত অন্য ছবিগুলোর মধ্যে সাপলুডু, যদি একদিন, ফাগুন হাওয়ায়, বেপরোয়াসহ হাতে গোনা কয়েকটি ছবি কোনোমতে আলোচিত হয়েছে। এ ছাড়া স্বল্প বাজেটের ছবি আব্বাস শুধু বিনিয়োগ উঠাতে সক্ষম হয়েছে। মুক্তিপ্রাপ্ত বাকি প্রায় সব ছবি বিনিয়োগও উঠিয়ে আনতে পারেনি।
রাত্রীর যাত্রী ছবির পরিচালক হাবিবুল ইসলাম বলেন, ‘আমার ছবিতে বিনিয়োগ যা করেছি, তার ৩০ ভাগ টাকাও উঠে আসেনি।’অবতার ছবিটির নির্মাণ খরচ কোটি টাকার ওপরে। ছবিটির পরিচালক হাসান সিকদার বলেন, ‘প্রেক্ষাগৃহ থেকে যা এসেছে, তার সঙ্গে ডিজিটাল ও টেলিভিশন স্বত্বের টাকা যোগ করলে বিনিয়োগের ৫০ ভাগ টাকা উঠবে।’

মধুমিতা হলের মালিক ও প্রযোজক ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘ছবিতে ভালো গল্প নেই, ভালো গান নেই, নির্মাণশৈলীর অভাব, ভালো শিল্পীর অভাব। ফলে এসব নিম্নমানের ছবির কারণে নতুন দর্শক তো আসছেনই না, পুরানো দর্শকেরাও সরে পড়ছেন।’

পাগলামী ছবির দৃশ্যে শ্রাবণী ও বাপ্পী চৌধুরী

পাগলামী ছবির দৃশ্যে শ্রাবণী ও বাপ্পী চৌধুরীএই প্রযোজকের কথা, সিনেমার সুদিন ফেরাতে হলে গল্প, চিত্রনাট্যে সময় দিতে হবে। গল্পই হবে সিনেমার নায়ক। পাশাপাশি শুটিংয়ের আগে কাহিনিকার, পরিচালক, ক্যামেরাম্যান, অভিনয়শিল্পী থেকে শুরু করে ছবির গান সংশ্লিষ্টদেরও একসঙ্গে বসতে হবে। টিমওয়ার্ক থাকতে হবে। তিনি বলেন, ‘একসময় নতুন সিনেমা শুটিংয়ের আগে পুরো টিম নিয়ে আলোচনা হতো, গ্রুমিং হতো, তারপর শুটিংয়ে যেত সবাই। তা ছাড়া এ সময়ে কিছু নতুন প্রযোজক ফুর্তি করতে আসেন এখানে। তাঁদের সরাতে হবে। ফেরাতে হবে পেশাদার প্রযোজকদের। আরেকটি বিষয়, দেখতে সুন্দর হলেই একটা নতুন মেয়েকে ধরে এনে নায়িকা বানিয়ে দেওয়ার প্রবণতা দূর করতে হবে।’

গিয়াসউদ্দিন সেলিম বলেন, ‘রুচি নিয়ে আমাদের দর্শকেরা সিনেমা দেখতে চায়। কিন্তু সেই অনুযায়ী হলও নেই, সিনেমাও নেই। সময়োপযোগী সিনেমা বানাতে পারছি না, চেষ্টাও নেই আমাদের। এখানে কোনো ক্রিয়েটিভ প্রযোজক নেই। নেই সিনেমার প্রজেক্ট পরিকল্পনাও।’
এই পরিচালকের কথা, সিনেমার দিন ফেরাতে হলে পেশাদার প্রযোজক লাগবে। তিনি বলেন, ‘এসব ঠিকঠাক করতে হবে, পাশাপাশি সব কটি জেলায় মাল্টিপ্লেক্স থাকতে হবে। সেই সঙ্গে পৃথিবীর যেকোনো দেশের সিনেমা এ দেশে উন্মুক্ত করে দিতে হবে। এভাবেই প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরাও ভালো ছবি বানাতে পারব।’

সর্বশেষ - লিড

আপনার জন্য নির্বাচিত
PicsArt 05 20 01.41.13

মান্নানসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে সোনারগাঁ জাসাসের বিক্ষোভ

PicsArt 02 08 12.30.13

বন্দরে হিলফুল ফুযুল শান্তি সংঘের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচী পালিত

PicsArt 03 12 07.20.28

সাজাপ্রাপ্ত আসামি কথিত এক সাংবাদিকের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বন্দরবাসী, মানববন্ধন

PicsArt 03 05 05.37.32

তিন উপজেলা নির্বাচনে প্রার্থী ৩৭ জন

PicsArt 05 23 05.32.56

রিয়াদ- পাপনের নেতৃত্বে মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

PicsArt 02 05 09.41.46

না’গঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ও যুব ঐক্য পরিষদের মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান

PicsArt 02 21 09.12.59

ভাষা শহীদদের প্রতি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির শ্রদ্ধা নিবেদন

PicsArt 04 08 06.08.02

আড়াইহাজার উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালন

PicsArt 09 14 04.21.50

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে খোকার অভিনন্দন

PicsArt 09 21 04.31.05

বিএনপির নেতা নজরুল ইসলাম আজাদের পিতা আর নেই