নারায়ণগঞ্জের কন্ঠ:
আসন্ন রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র ক্রয় করেছে রূপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু শেখ সৈনিক লীগের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আইন ও মানবাধিকার সম্পাদক এড. মোহাম্মদ স্বপন ভূঁইয়া ।
রবিবার ( ২৪ ফেব্রুয়ারি ) দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে এই মনোনয়নপত্র ক্রয় করেন তিনি ।
এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি খোকন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ছমির উদ্দিন মেম্বার, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, তারাবো পৌর সৈনিক লীগের সভাপতি মো: জসিম উদ্দিন, কাঞ্চন পৌর সৈনিক লীগের সভাপতি মো: কামাল, সাধারণ সম্পাদক আ: মতিন, সাংগঠনিক সম্পাদক মো: মামুন, মুড়াপাড়া ইউনিয়ন সৈনিক লীগের সাধারণ সম্পাদক মো: ইকবাল,ভূলতা ইউনিয়ন সৈনিক লীগের সিনিয়র সহ- সভাপতি মো: আল আমিন,রূপগঞ্জ ইউনিয়ন সৈনিক লীগের সিরিয়র সহ-সভাপতি মো: মহিউদ্দিন, মুড়াপাড়া কলেজের জিএস মো: দুলাল, সৈনিক লীগের নেতা মো: আমজাত, তালাল,আরিফ প্রমূখ।
প্রসঙ্গত, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৪ মার্চ, মনোনয়নপত্র বাছাই হবে ৬ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ এবং ভোট গ্রহণ হবে ৩১ মার্চ।