নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর শারমিন হাবিব বিনি বলেন, মাদক সমাজ ও দশের শত্রু। মাদককে আমাদের না বলতে হবে । এই মাদকের কারণে সন্ধ্যার পর মেয়েরা বাইরে বের হতে পারে না। মাদকসেবীরা তাদর ইভটিজিং করে । যারা মাদক বিক্রি করে অন্যের সংসার ধংস করছে, সষ্টিকর্তা কোনো না কোনো ভাবে তাদের সংসারও ধংস করবেন।
বুধবার (৭ নভম্বর) বিকল নাসিক ১৪নং ওয়ার্ড ভূঁইয়ারবাগ এলাকায় স্থানীয়দর উদ্যোগে আয়াজিত কালিপূজার প্রসাদ বিতরণকালে তিনি এসব কথা বলেন ।
তিনি আরা বলেন, সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন। মাদক সেবন কিংবা বিক্রির সাথে কেউ জড়িত থাকলে তার সর্বাচ শাস্তি মত্যুদন্ড পর্যন্ত বিধান করা হয়েছে । আসুন আমরা মাদককে না বলি। মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলি।
কাউন্সিলর বিনি বলেন, আপনারা আমাকে কতটা ভালোবাসেন প্রতি নির্বাচনে ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করেই তার প্রমাণ দিয়েছেন । যাই মা কে আপনারা পূজা করছেন, পূজা শেষে সেই মা চলে যাবেন ঠিকই, কি তিনি আমাদর শিক্ষা দিয় যাবন আমাদর ঘর য মা আছেন, আমাদের জন্মদাত্রী মা, তাকে কীভাবে সেবা করতে হবে। আমরা যদি এই মায়ের সেবা না করি, তাহলে আমাদর এই পূজা বিফলে যাবে। সবাইকে নিজের পরিবারকে ভালোবাসতে হবে । নিজকে ভালোবাসতে হবে ।
অনুষ্ঠানে এড. রাজিব ছাড়াও স্থনীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলন।