নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ শহরের বানিজ্যিক এলাকা চাষাঢ়া পানোমারা প্লাজায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন – ২০০৯ কারন আনুনমোদিত বৈদিশিক পন্য বিক্রয়ের দায়ে ৬ টি দোকানকে মোট ৩০, ০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । মামলা ৬ টি ।
সোমবার ( ১৭ ডিসেম্বর ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট
হোসনে আরা পপি, নুসরাত আরা খানম, রহিমা আক্তার এই মোবাইল কোর্ট পরিচালনা করেন । সার্বিক সহযোগিতায় আবুল বাশার, আতিকুর রহমান, মো শিপলু, সাজাহান হালদার এবং সদর মডেল থানার পুলিশ ।
এ সময় আইন-ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯
কারন-আনুনমোদিত বৈদিশিক পন্য বিক্রয়ের দায়ে
উৎসব গিফট কর্নার, পপুলার কসমেটিক সহ আরো ৪ টি দোকানকে মোট ৩০,০০০ টাকা জরিমানা করা হয় ।