শেষরাতের ফোক ফেস্টের আয়োজন জমে উঠেছে। তৃতীয় শিল্পী হিসেবে মঞ্চে ওঠেন জনপ্রিয় ভাওয়াইয়া কণ্ঠশিল্পী চন্দনা মজুমদার।
যাও পাখি বলো তারে যখন শেষ গান কণ্ঠে ধরেন, পুরো স্টেডিয়াম সেই সুরের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। আর্মি স্টেডিয়ামের দর্শক-শ্রোতা মেতে ওঠে সুর লহরীতে।
এর আগে তিনি পরিবেশন করেন, ধন্য ধন্য বলি তারে, সিন্নি খাওয়া, আমায় ফেলে চলে গেলে, আমার মুরতশি পরশমনি… ইত্যাদি।
রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হওয়া লোক গানের উৎসবের আজ শেষ দিন। এদিন সন্ধ্যা থেকেই সঙ্গীতপ্রেমীদের ঢল নেমেছে আর্মি স্টেডিয়ামে।
সন্ধ্যা থেকে জনসমাগম শুরু হতে থাকলেও রাত ১০টা পর্যন্ত বনানী থেকে বিমানবন্দর সড়কে প্রচুর ভিড় লক্ষ্য করা যায়। এ সময় অনুষ্ঠানস্থলে ঢুকতে বিশাল লাইন পড়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রচুর দর্শক লাইন দিয়ে স্টেডিয়ামে ঢুকছিল।
আজ শনিবার সরকারি, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় উৎসবের ঢল নামে শ্রোতা-দর্শকের।
বিশেষ করে আজ চোখে পড়ছে তরুণ শ্রোতা-দর্শকের উপস্থিতি। আর্মি স্টেডিয়াম মানুষের সমুদ্রে পরিণত হয়েছিল।
শুক্রবার উৎসবের তৃতীয় দিন বিভিন্ন পরিবেশনায় অংশ নিয়েছেন বাংলাদেশের সঙ্গীত শিল্পী মালেক কাওয়ালি, রাশিয়ার কারেলিয়া অঞ্চকের তুমুল জনপ্রিয় ব্যান্ডদল সাত্তুমা।
দেশের লোকগান বিশ্ব দরবারে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সাল থেকে প্রতিবছর আয়োজিত হয়ে আসছে এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের উৎসব। পঞ্চম আসরের পর্দা উঠেছে ১৪ নভেম্বর।
প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে উৎসব চলছে রাত ১২টা পর্যন্ত। বাংলাদেশসহ ছয় দেশের দুই শতাধিক শিল্পী অংশ নিচ্ছে এবারের উৎসবে। ২০১৫ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’। শনিবার শেষ হবে এবারের উৎসব।