নারায়ণগঞ্জের কন্ঠ:
পুলিশ সুপার হারুন অর রশিদ বলেছেন, পহেলা বৈশাখ বাঙালীদের অন্যতম উৎসব। বহুকালের ঐতিহ্যে এ পহেলা বৈশাখ। আমরা সকলেই প্রতিবছর একযোগে ধনী-গরীব সকল শ্রেণী পেশার মানুষ আমরা একসাথে এই উৎসবটা পালন করি।
রোববার (১৪ এপ্রিল) সকালে শহরে খানপুর ডিসির বাংলোতে পহেলা বৈশাখ উপলক্ষ্যে আয়োজিত সাংষ্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই নতুন বছরে আমাদের দীপ্ত শপথ নিতে হবে অন্যায়ের বিরুদ্ধে। দীপ্ত শপথ নিতে হবে মাদকের বিরুদ্ধে। আর সেটাই যদি হয় আমাদের এই নতুন অঙ্গীকার। তাহলে আগামী দিনগুলোকে আমরা নতুন করে সাঁজাবো।
মাননীয় প্রধানমন্ত্রীর নতুন অঙ্গীকার নিয়ে দেশটাকে যেভাবে সুন্দর করে সাঁজানের পরিকল্পনা করেছে। যেভাবে উনি দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা মনে করি, পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী এই ধারাকে অব্যাহত রাখার জন্য আইন শৃঙ্খলাকে সঠিক পথে রাখার জন্য আমরা কাজ করে যাবো।
তিনি আরো বলেন, সকল ধর্মের মানুষ আমরা সাম্প্রদায়ীকতার উর্ধ্বে এসে এই দিনটাকে পালন করব। তাই এই নতুন বছরের আগমনে পুরাতন বছরের জরাজীর্ণতা আমাদের মধ্যে যেই অপসংষ্কৃতির কথা ভুলে গিয়ে, আমরা নতুন বছরে নতুন সাঁজে নতুন উদ্যোমে ঝাঁপিয়ে পড়বো।
আমরা মনে করি, এটা আমাদের ঐতিহ্য এটা আমাদের গর্বিত দিন। আমরা একটি বছরকে পিছনে ফেলে নতুন ভাবে সেঁজে নতুন বছরকে বরণ করবো।
অনেক কবি-সাহিত্যিকরা এই দিনটিকে নিয়ে অনেক কিছু রচনা করেছে। আমি মনে করি শুধু অমাদের দেশে নয়, সারা পৃথিবীতে সকল বংলা ভাষাভাষি মানুষই কিন্তু এই দিনটিকে পালন করে আসছি।