নারায়ণগঞ্জের কন্ঠ : বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও ৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষে মাসদাইর সমাজ উন্নয়ন সংসদের আয়োজনে ডিগবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধায় মাসদাইরস্থ ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন মাঠে এই ডিগবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড. খোকন সাহা।
মাসদাইর সমাজ উন্নয়ন সংসদের সভাপতি হাজ্বী শাহজাহান আহামদ প্রধানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আব্দুস সালাম খন্দকার সেলিমের সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক রবিউল হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদ সাধারন সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন,এনােয়তনগর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান প্রধান, মাসদাইর সমাজ উন্নয়ন সংসদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সিনিয়র সহ সভাপতি হাজী মোঃ মহিউদ্দিন আহমেদ, উপদেষ্টা হাজী মোঃ খন্দকার আবুল খায়ের, উপদেষ্টা হাজ্বী মোঃ আলী ভুইয়া, সহ সভাপতি মোঃ জহিরুল আহাসান, সহ সভাপতি মোঃ লাল মিয়া লালু, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রবু খান, ১৩নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।