ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সি বিশ্বজুড়ে প্রশংসিত। ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক তিনি। ভারতীয় দল এখনও তার অভাব অনুভব করে। এদিকে সাকিব আল হাসাআন নিষিদ্ধ হওয়ায় ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ। তার দুর্দান্ত নেতৃত্বেই সিরিজের প্রথম ম্যাচ জিতেছে বাংলাদেশ। অবশ্য পরের ম্যাচে অসহায় আত্মসমর্পণ করেছে রোহিত ঝড়ের সামনে। মাহমুদউল্লাহর এই নেতৃত্বগুণকে ধোনির সঙ্গে তুলনা করেছেন ইরফান পাঠান।
বহুদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা ভারতের ৩৫ বছর বয়সী সাবেক এই তারকা পেসার বলেছেন, বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে জিতলে আত্মবিশ্বাস এমনিতেই বেড়ে যায়। ম্যাচের মধ্যে বিভিন্ন পরিবর্তন করে মাহমুদউল্লাহও অসাধারণ নেতৃত্বগুণের পরিচয় দিয়েছে। তার অধিনায়কত্বে মহেন্দ্র সিং ধোনির ছাপ রয়েছে। পাওয়ার প্লের শেষে সে পার্ট-টাইম স্পিনারদের ব্যবহার করেছে যা ধোনির অন্যতম সেরা কৌশল।’
আগামীকাল রবিবার নাগপুরে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। যারাই এই ম্যাচ জিতবে, সিরিজ যাবে তাদের ঘরে। বাংলাদেশকে এগিয়ে রাখতে হলে ব্যাটিংয়ে মুশফিকুর রহিমের ভূমিকাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন ভারতের আরেক ক্রিকেট হরভজন সিং। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই ঘূর্ণি তারকা মনে করেন, সিরিজ জিততে মুশফিকের ব্যাটিং অভিজ্ঞতা কাজে লাগাতে হবে বাংলাদেশকে। তিনি বলেন, ‘মুশফিকুর রহিম অনেক অভিজ্ঞ ক্রিকেটার। স্পিন ও পেস দুটোই ভালো খেলে। ব্যাটিংয়ে তার ওপর দায়িত্বই সবচেয়ে বেশি।’