মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশনের ব্যাখ্যা চেয়ে দুটি দৈনিক পত্রিকাকে চিঠি দিয়েছে সরকার। চিঠিতে আগামী তিন দিনের মধ্যে ব্যাখ্যা দাখিলের জন্য বলা হয়েছে।
আজ রবিবার দৈনিক মানবজমিন ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সম্পাদক বরাবর এ চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার।
চিঠিতে বলা হয়, দৈনিক মানবজমিন ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় ১৩ নভেম্বর ‘বাবরি মসজিদ মামলার রায় : ৫ বিচারপতিকে মোদির অভিনন্দন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদটি মিথ্যা ও ভিত্তিহীন হওয়ায় এ সম্পর্কে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন থেকে একটি প্রতিবাদ প্রেরণ করা হয় যা ১৪ নভেম্বর ওই দুটি পত্রিকায় প্রকাশিত হয়।
চিঠিতে বলা হয়, এরুপ মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ অশুভ উদ্দেশ্য প্রণোদিত বলে প্রতীয়মান হয়। উপরন্ত বাংলাদেশে বিরাজমান সাম্প্রদায়ীক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার হীন উদ্দেশ্যে এই ভিত্তিহীন ও মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে বলে সরকার মনে করে।