নারায়ণগঞ্জের কন্ঠ: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় একদল দুর্বৃত্ত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ । এই হামলায় সরকারের মদতেই হয়েছে বলেও তিনি অভিযোগ করে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান নজরুল ইসলাম আজাদ ।
শনিবার এক বিবৃতিতে নজরুল ইসলাম আজাদ বলেন, সরকারের মদতেই উত্তরা ৪ নম্বর সেক্টরে অবস্থিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবনে কতিপয় উচ্ছৃঙ্খল বহিরাগত ব্যক্তি ইট-পাটকেল নিক্ষেপ করে বাসার ক্ষতিসাধন করে। এ ঘটনার পিছনে সরকারের হাত রয়েছে । বর্তমানে সারাদেশে গুম, খুন, নারী ও শিশু নির্যাতনের যে মহামরি চলছে, তার বিরুদ্ধে আন্দোলনকে ভিন্ন খাতে নিতেই সরকারের এজেন্টরা এ হামলা চালিয়েছে। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবনে অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী ঘটনার তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । অবিলম্বে হামলাকারীদের খুঁজে বের করে আইনের মুখোমুখি করার দাবি করছি ।