নারায়ণগঞ্জের কন্ঠ : আসন্ন মুছাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মুজিবুর রহমানের প্রচারণায় জনতার ঢল ।
শুক্রবার ( ২৯ অক্টোবর ) বিকেল তিনটায় মিনার বাড়ি এলাকায় মুজিবুর রহমানের নির্বাচনী ক্যাম্পে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীরা সমবেত হন। পরে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে নৌকার প্রার্থী মুজিবুর রহমান মুছাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম মুছাপুর, হরিবাড়ি, হজরপুর, তাজপুর, বাড়পাড়া, লাঙ্গলবন্দ বাজার, শাসনের ভাগ, ফনকুল, দাসেরগাঁসহ বিভিন্ন গ্ৰামে গণসংযোগ করে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন । চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমানের নৌকার প্রচারণায় এ সময় জনতার ঢল নামে ।
গণসংযোগকালে পূর্বে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রচার- প্রচারণায় আমার নেতাকর্মীদের বাধা দেওয়া হচ্ছে। আমার কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখিয়ে দূরে সরিয়ে রাখা হয়েছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকার পরেও কোন ক্ষমতার বলে জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান এসকল করছে। আমি নির্বাচন ও পুলিশ প্রশাসনের কাছে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করছেন । দলীয় প্রতীকে দলীয় প্রধানের ছবির ছাড়া কোন ছবি ব্যবহার করে যাবে। কিন্তু বর্তমান জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাকসুদ হোসেন স্থানীয় সাংসদের ছবি ব্যবহার করে ব্যানার ফেস্টুন ব্যবহার করছে। নির্বাচনীয় আচরণবিধি লঙ্ঘন করেছেন। এসকল করে তিনি এলাকায় প্রভাব বিস্তার করছে। এই বিষয়ে নির্বাচন কমিশন ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।