স্টাফ রিপোর্টার : ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
রোববার (১৭ এপ্রিল) সকাল ১১টায় শহরের ২নং রেল গেইটস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানান জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা এবং মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালিত হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে জেলা আওয়ামীলীগের সভাপতি মো. আবদুল হাই বলেন, আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন । ১৯৭১ সালের এই দিনে মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আমবাগানে বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয় । রচিত হয় স্বাধীন বাংলাদেশের নতুন ইতিহাস।
এসময়ে আরও উপস্থিত ছিলেন
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো. বাদল, দপ্তর সম্পাদক এম এ রাসেল, উপ- দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এড. নুরুল হুদা, মহিলা সম্পাদিকা মরিয়ম কল্পনা, সদস্য আমজাদ হোসেন, মো. শহিদুল্লাহ, শামসুজ্জামান ভাষানী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, সদর থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন আহমেদ, সোনাকান্দা ইউনিয়নের প্রচার সম্পাদক মো. শাহজাহানসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।