en
শুক্রবার , ১৫ নভেম্বর ২০১৯ | ২রা মাঘ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আর্ন্তজাতিক
  6. এক্সক্লুসিভ
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জন দুর্ভোগ
  10. জাতীয়
  11. টপ লিড
  12. বিনোদন
  13. মহানগর
  14. রাজনীতি
  15. লিড

মুশফিক যা পারেননি মায়াঙ্ক সেটা করে দেখালেন

প্রতিবেদক
Md Shihab
নভেম্বর ১৫, ২০১৯ ৮:৪৬ পূর্বাহ্ণ
131758mayank kalerkantho com

একজন ব্যাটসম্যান যখন তিন তিনবার সহজ ক্যাচ দিয়েও জীবন পায়, তখন তার আরও দায়িত্বশীল হওয়া উচি। বড় ইনিংস গড়ার চেষ্টা করা উচিত। গতকাল ইন্দোর টেস্টের প্রথম দিনে তিনবার জীবন পেয়েও ৪৩ রানে আউট হন মুশফিকুর রহিম। ইনিংস বড় করতে পারেননি। দুঃখজনক হলেও সত্য যে, এই ৪৩ রানই বাংলাদেশের সর্বোচ্চ। কিন্তু মুশফিকের মতো ভুল করেননি ভারতের ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। দুইবার জীবন পেয়ে হাঁকিয়েছেন সেঞ্চুরি।

গতকাল শেষ সেশনে ৩২ রানে জীবন পেয়েছিলেন ভারতের এই উঠতি তারকা। আজ সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ৮২ রানে আরেকবার জীবন পান তিনি। মেহেদী মিরাজের বলে তাকে এলবিডাব্লিউ ঘোষণা করেন আম্পায়ার। রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। লাঞ্চের পরেই তিনি ১৮৩ বলে ১৫ চার ১ ছক্কায় তুলে নিয়েছেন ৮ ম্যাচ ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। আজিঙ্কা রাহানের সঙ্গে তার জুটি হয়েছে ৯৩* রানের। ভারতের স্কোর ৩ উইকেটে ২১২ রান।

ইন্দোর টেস্টের দ্বিতীয় দিন আজ শুক্রবার সকালে বাংলাদেশের মুখে হাসি ফোটান পেসার আবু জায়েদ রাহী। তার দ্বিতীয় শিকার হন চেতেশ্বর পূজারা। ৭২ বলে ৫৪ রান করা পূজারা জায়েদের বলে সাইফ হাসানের তালুবন্দি হন। ভাঙে ৯১ রানের জুটি। এরপরেই বাংলাদেশকে সবচেয়ে বড় উইকেটটি উপহার দেন এই তরুণ পেসারর। ক্যারিয়ারে প্রথমবার বাংলাদেশের বিপক্ষে ‘ডাক’ মারেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আম্পায়ার এলবিডাব্লিউ না দেওয়ায় রিভিউ নিয়ে ভয়ংকর এই ব্যাটসম্যানকে ফেরায় বাংলাদেশ। ৯১ রান নিয়ে লাঞ্চে গিয়েছিলেন মায়াঙ্ক।

গতকাল বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিনে ১ উইকেটে ৮৬ রান তুলেছিল ভারত। দলীয় ১৪ রানে দুর্দান্ত ফর্মে থাকা রোহিত শর্মা শিকার হন আবু জায়েদ রাহীর। ৬ রান করা রোহিত রাহীর বলে ক্যাচ দেন লিটন দাসের গ্লাভসে। এর আগে বাংলাদেশকে দেড়শ রানে প্যাকেট করে দেয় ভারত। সর্বোচ্চ ৪৩ রান করেন মুশফিকুর রহিম। ৩ উইকেট নেন মোহাম্মদ শামি। ২টি করে উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা, উমেশ যাদব আর রবিচন্দ্রন অশ্বিন।

সর্বশেষ - লিড

আপনার জন্য নির্বাচিত