নারায়ণগঞ্জের কন্ঠ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে উজ্জীবিত করা এবং সমসাময়িক বিষয় সম্পর্কে স্পষ্ট ধারনা থাকলে ‘মুজিবীয় চেতনা’ অনলাইন প্লাটফর্মের কার্যক্রমকে আরো গতিশীল করা সম্ভব বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি।
রবিবার (৩০ মে) ছিলো অনলাইন প্লাটফর্ম ‘মুজিবীয় চেতনা’র ১ম বর্ষপূর্তী। সে উপলক্ষে সন্ধায় কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটির এডমিন প্যানেলের সদস্যরা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত মুজিবীয় চেতনা’র প্রধান উপদেষ্টা শেখ সাফায়াত আলম সানি সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে কথাগুলো বলেন।
সানি বলেন, মুজিবীয় চেতনা অনলাইন প্লাটফর্মটি সারাদেশের বিভিন্ন জেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বঙ্গবন্ধুর চেতনায় বিশ্বাসী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে টকশো’র আয়োজন করে থাকে। সেক্ষেত্রে টকশো সঞ্চালকের সারাদেশের সমসাময়িক সকল বিষয়ে স্পষ্ট ধারনা থাকতে হবে। তাই অনলাইন প্লাটফর্মটির কার্যক্রমকে আরো গতিশীল করতে হলে দু’টি বিষয়ের কোন বিকল্প নেই। প্রথমত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে উজ্জীবিত করা এবং দ্বিতীয়ত ইতিহাস জানা এবং সমসাময়িক সকল বিষয় সম্পর্কে স্পষ্ট ধারনা রাখা। এর জন্য পড়াশোনার কোন বিকল্প নেই। তাই সংগঠনের প্রতিটি সদস্যকে বেশি বেশি পড়াশোনার মাধ্যমে সকল বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। তাহলেই অনলইন প্লাটফর্ম ‘মুজিবীয় চেতনা’র কার্যক্রমকে আরো গতিশীল করা সম্ভব।
প্রধান অতিথির বক্তব্য শেষে কেক কেটে বর্ষপূর্তী উদযাপন করে সদস্যরা। এর আগে সংগঠনের প্রধান উপদেষ্টা শেখ সাফায়েত আলম সানিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বর্ষপূর্তী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আতাউর রহমান নান্নু, শেখ রফিকুল ইসলাম রায়হান, ফাহিম ভুইয়া এমিল, ইশতিয়াক আল কাফি নিশান, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ’র সভাপতি সৈকত বাপ্পি, মীর সৃজন, আল আমিন, রফিক সাউদ, নুর মোহাম্মদ দেওয়ান শিহাব, সালাম, হাবিবুর রহমান প্রমুখ।
মুজিবীয় চেতানা অনলাইন প্লাটফর্মের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা এডমিন পারভেজ আহমেদ রনক, চীফ এডমিন ওয়াহিদুর রহমান সাজিদ, এডমিন আমির হোসেন বাবু, এডমিন শেখ সুমন, এডমিন মরিয়ম আক্তার মোহনা,এডমিন আব্দুল হক মূসা, এডমিন আল আমিন, এডমিন শাওন, এডমিন শেখ ফজলে রাব্বি, এডমিন রাদিত হোসেন রায়হান।