নারায়ণগঞ্জের কন্ঠ:
মেঘনা নদীর বালু মহল ইজারাদারের টোকেনের নামে বারতী টাকা নেওয়া ও বিভিন্ন জুলুম ও বিভিন্ন নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে কর্ম বিরতি ঘোষণা জানিয়ে বালুবাহী বাল্কহেড মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের মানববন্ধন ।
বুধবার (২৭ফেব্রুয়ারী) বিকেল ৫টায় শীতলক্ষ্যাপাড়ে নোঙর করা বালুবাহী ট্রলারে নারায়ণগঞ্জ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি, নিজাম উদ্দিন এর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ বাল্কহেড মালিক সমিতির সভাপতি, মাহাবুব আলম শিশির , কেন্দ্রীয় নৌযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ সিকদার, মহানগর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম নয়ন , জেলা যুব শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক গাজী লিটন প্রমুখ।
কেন্দ্রীয় নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ সিকদার বলেন, টোকেনের নামে বালুবাহী ট্রলার থেকে যে, চাঁদা নেওয়া হচ্ছে এর প্রতি আমরা সকল নৌযান মালিক এবং শ্রমিক’রা ধীক্কার জানাই। প্রসাশনের সাহায্য এবং সহযোগিতা নিয়ে সুবিধাবাদি নেতারা যেই চাঁদাবাজি করছে তা অনেক হয়েছে কিন্তু আর নয়! আমরা এখন সমস্ত নৌযান শ্রমিকরা স্ট্রাইক করেছি প্রয়োজনে আমরা এই নৌ পথ বন্ধ করে দিব যদি আমাদের দাবি না মানা হয়।