নারায়ণগঞ্জের কন্ঠ:
হকার ইস্যুতে বঙ্গবন্ধু সড়কে ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভীকে হত্যাচেষ্টা ও তার সমর্থকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার ৮ আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত ।
সোমবার ( ১৩ জানুয়ারি ) সকালে সাড়ে এগারোটায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন ।
এরআগে মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে উচ্চ আদালত থেকে নেয়া জামিননামা জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে জামিননামা দাখিল করেন।
আসামি পক্ষের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল জানান, হকার্স সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলা জেলা ও দায়রা জজ আদালতে আসামিরা উপস্থিত হয়ে জামিনের জন্য আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন ।
মামলার প্রধান আসামি ঘটনার দিন অস্ত্র প্রদর্শনকারী নিয়াজুল ইসলাম খান (৫২) ব্যতিত নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম (৪৯), সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল (৪৮), শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু (৪৬), মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন (৩৫), স্বেচ্ছাসেবক লীগ নেতা জানে আলম বিপ্লব (৪২), জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন (৩২), যুবলীগ কর্মী নাসির উদ্দিন ওরফে টুন্ডা নাসির (৫২) এবং যুবলীগ নেতা চঞ্চল মাহমুদসহ (৫২) ।
উল্লেখ্য, গত ২০১৮ সালের ১৬ জানুয়ারী ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সংঘর্ষে মেয়র আইভী,সাংবাদিকসহ অর্ধশতাধিক আহতের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৫ জানুয়ারি রাতে পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি (অপারেশন) জয়নাল আবেদীন বাদি হয়ে অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন ।