শক্তিশালী ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে আগামীকাল বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ। তবে তার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের ব্যাপারে দলের সতীর্থদের বাড়তি মনোযোগ দিতে বললেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
বিরাট বলেন, “সে(মোস্তাফিজ) খুব ভালো একজন বোলার। সে লাল বলেও বেশ কিছু ম্যাচ খেলেছে। আমরা সাধারণত যাদের খেলি সব বাঁহাতি পেসারই তাদের চেয়ে আলাদা ধরনের বোলার। ওর দিকে বাড়তি মনোযোগ দিতে হবে। কারণ, আমাদের দলে না থাকায় বাঁহাতি পেসার আমরা তেমন খেলি না। এটা চ্যালেঞ্জ হবে তবে আমরা এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।”
তিনি আরো বলেন, “এমন না আমরা বাঁহাতি পেসে গুটিয়ে যাই তবে আমাদের এদের খেলাটা কঠিন মনে হয়। কারণ, আমরা নিয়মিত বাঁহাতি পেস খেলি না। সে আমাদের জন্য হুমকি হবে। সে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হবে। সে অভিজ্ঞ বোলার। আইপিএলে খেলার জন্য ভারতীয় ব্যাটসম্যানদের সম্পর্কে জানে। তবে ওর বিপক্ষেও আমরা অনেক খেলেছি। আমার মনে হয়, মনোযোগ ও মনসংযোগ হবে গুরুত্বপূর্ণ ব্যাপার।”
উল্লেখ্য, সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই নিজেকে মেলে ধরতে পারেননি বাংলাদেশের কাটার মাস্টার নামে পরিচিত মুস্তাফিজুর রহমান। বোলিংয়ে এসে অকাতরে রান বিলিয়েছেন। এর পরও তার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান কোহলির।