নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জের বন্দর যুবদলের সভাপতি আমীর হোসেন ও যুবদল কর্মী সানাউল্লাহ’র দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ মামলায় গ্রেফতাকৃত অপর আসামী বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান দুলালের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। রবিবার (১৪ অক্টোবর) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাহমুদুল মহসিনের আদালতে আসামীদের ১০ দিনের রিমান্ড আবেদন করলে এই আদেশ দেন বিচারক।
আসামী পক্ষের আইনজীবী এড. সাখাওয়াত হোসেন খান জানান, বর্তমান সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বিএনপি নেতাকর্মীদের নামে একের পর এক মিথ্যা ভৌতিক মামলা দায়ের করছে। এ ধরনেরই একটি গায়েবী মামলায় বন্দর থানা যুবদলের সভাপতি আমীর হোসেন, সাবেক সভাপতি হাবিবুর রহমান দুলাল ও যুবদল কর্মী সানাউল্লাহকে গ্রেফতার করে বন্দর থানা পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলো। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাহমুদুল মহসিন রিমান্ড শুনানী শেষে আমীর হোসেন ও সানাউল্লাহ’র ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং অসুস্থ্যতার কারনে বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান দুলালের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।