en
বুধবার , ২৭ অক্টোবর ২০২১ | ২৪শে পৌষ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আর্ন্তজাতিক
  6. এক্সক্লুসিভ
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জন দুর্ভোগ
  10. জাতীয়
  11. টপ লিড
  12. বিনোদন
  13. মহানগর
  14. রাজনীতি
  15. লিড

যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সজলের দোয়া

প্রতিবেদক
নারায়ণগঞ্জের কন্ঠ
অক্টোবর ২৭, ২০২১ ১২:৩১ অপরাহ্ণ
PicsArt 10 27 06.29.14

নারায়ণগঞ্জের কন্ঠ : বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও মহানগর যুবদলের আহ্বায়ক পদপ্রার্থী মনিরুল ইসলাম সজলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

বুধবার ( ২৭ অক্টোবর ) বিকেলে নগরীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে বিএনপির সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। পরে যুবদলের নেতাকর্মীদের নিয়ে কেক কেটে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন মনিরুল ইসলাম সজল।

এসময়ে বক্তব্যে মনিরুল ইসলাম সজল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের রাজনৈতিক কর্মকান্ডে নেতৃত্ব বিকশিত করার লক্ষ্যে। প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক প্রতিকূলতা, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের স্বার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার আন্দোলন সংগ্রামে রাজনৈতিক নেতৃত্বে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীদের ভূমিকা ছিলো প্রশংসনীয় অবদান । বর্তমান স্বৈরাচারী সরকারের প্রতিহিংসার শিকার হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ গৃহবন্দী । বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান বিদেশের থেকেও দলকে সুসংগঠিত করে রেখেছেন ।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন ও জনগণের অধিকার ভোটের অধিকার আদায়ে ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যুবদলের হাজারো লাখো নেতাকর্মী হামলা মামলা নির্যাতনের শিকার হয়েও রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে । বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জাতীয়তাবাদী যুবদলের প্রতিটি নেতাকর্মী আজ ঐক্যবদ্ধ । যখনই আন্দোলন সংগ্রামের ডাক আসবে না’গঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থেকে তা বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ।

এসময়ে আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সহ- সভাপতি হারুন অর রশিদ লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক নূরে এলাহী সোহাগ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এরশাদ আলী, বন্দর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহাদুল্লাহ মুকুল, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদ, সাংগঠনিক সম্পাদক শেখ মাগফুর ইসলাম পাপন, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম সজিব, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কামরুল হাসান রনি, সদর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জাহিদ খন্দকার, মহানগর ছাত্রদলের সদস্য মো. মাসুদ, জুনায়েদ মোল্লা জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমরান আহমেদ তুষার, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াসিম আহম্মেদ হৃদয়, বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আল মামুন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন, শাহাদাৎ হোসেন রনি প্রমুখ।

সর্বশেষ - লিড

আপনার জন্য নির্বাচিত