সংবাদ বিজ্ঞপ্তি : নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদির মৃত্যুতে গভীর শােক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার ( ৫ মে ) এক শােকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “মরহুম আব্দুল কাদির সাবেক
রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ্বাসী ছিলেন। একজন দক্ষ ও বলিষ্ঠ সংগঠক হিসেবে তিনি নারায়ণগঞ্জ জেলা যুবদলকে মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে
নিরলস পরিশ্রম করে গেছেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের
গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে সাহসী ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে আমি তার শােকাহত পরিবারবর্গের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বল আলামীন তাকে জান্নাত নসীব ও শােকসন্তপ্ত পরিবারের
সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করুন-এই দোয়া করি। আমি আব্দুল কাদির এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শােকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”
বার্তা প্রেরক
(মুহম্মদ মুনির হােসেন)
সহ-দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। পরে বাদ জোহর রূপগঞ্জে ও বাদ আছর বন্দরের নবীগঞ্জে জানাজা শেষে নবীগঞ্জ বাগে- এ – জান্নাত কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।