নারায়ণগঞ্জের কন্ঠ:
সোনারগাঁও কাঁচপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতি ফজলুল হক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হকের ছোট ভাই নাসিম হক আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ( ডিবি ) পুলিশ ।
সোমবার ( ৫ নভেম্বর ) সন্ধ্যায় ডিসি পুলিশ তাকে নিজ বাসভবন থেকে তুলে নিয়ে গেছে জানান তার পরিবার ।
সেলিম হক কোন রাজনীতির সাথে জড়িত নয় এবং তার বিরুদ্ধে কোন মামলা নেই কিন্তু রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ার কারনে তাকে পুলিশ আটক করে নিয়ে গেছে বলে জানান তার বড় ভাই হাজী সেলিম হক ।
হাজী সেলিম হক জানান, নিরপরাধ মানুষও এই সরকারের প্রশাসনের কাছে নিরাপদ নয় । আমার বাবা এই কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যানের দ্বায়িত্ব সততার সঙ্গে পালন করেছেন ৩৬ বছরের মধ্যে এবারই নির্বাচনে জনগনের ভোট ছাড়া জোড় পূর্বক পরাজিত করা হয়েছে । আমি বিএনপির রাজনীতি করি কিন্তু আমার ভাইয়েরা রাজনীতিতে জড়িত না । আমাদের পরিবারের উপর যে জুলুম চলছে আমাদের পরিবারের সাথে কোন ধরনের যোগাযোগও এখন বন্ধ কারন মিথ্যা ভৌতিক মামলার পাহাড় আমাদের পরিবারের সদস্যদের নামে । এবং শেষ পর্যন্ত আমার অরাজনৈতিক এক ভাই তাকেও নির্যাতনের শিকার হতে হলো । যাই হোক নির্যাতনকে মেনে সামনে জনগনের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে বিগত দিনের মতো আন্দোলন আব্যাহত থাকবে । বেগম খালেদা জিয়া সহ সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি দাবি করছি ।