নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কথিত বন্দুক যুদ্ধে আবুল হোসেন ওরফে ড্রাইভার আবুল (৩২) নামে এক ডাকাত নিহত হয়েছে। তবে ডাকাতির মালামাল ভাগাভাগি করতে গিয়ে একপক্ষের গুলিতে সে নিহত হয়েছে বলে পুলিশ দাবি করছেন। ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলিসহ একটি সুটারগান ও একটি দা উদ্ধার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের টেংরারটেক বালুর মাঠ এলাকায় ঘটে এ ঘটনা।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জানান, শুক্রবার রাত ২টার এশিয়ান হাইওয়ে সড়কের টেংরারটেক এলাকায় গোলাগুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এসময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ডাকাতদল পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সোনারগাঁও থানার নানাখী দক্ষিণপাড়া এলাকার সোনা মিয়ার ছেলে আবুল হোসেন ওরফে ড্রাইভার আবুলকে মৃত উদ্ধার করে। ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলিসহ একটি সুটারগান ও একটি দা উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবী ডাকাতদের অপরপক্ষের গুলিতে মারা গেছে আবুল হোসেন। নিহত আবুল হোসেনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় ১৬টি ডাকাতির মামলা রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।