নারায়ণগঞ্জের কন্ঠ:
আসন্ন রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছে রূপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু শেখ সৈনিক লীগের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আইন ও মানবাধিকার সম্পাদক এড. মোহাম্মদ স্বপন ভূঁইয়া ।
সোমবার ( ২৪ ফেব্রুয়ারি ) দুপুরে উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আতাউর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি । এ সময় এড. স্বপন ভূঁইয়ার সঙ্গে রূপগঞ্জ উপজেলার শত শত নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পিপি এড. সালাউদ্দিন সুইট, এড. মামুন সিরাজুল মজিদ, এড. এম হাসান মিয়া, এড. আনোয়ার হোসেন আরোও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সভাপতি এবায়দুল শিকদার, পরিচালক মাহবুবুর রহমান, শ্রমিক লীগ নেতা আমজাদ হোসেন সরদার, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি খোকন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ছমির উদ্দিন মেম্বার, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, তারাবো পৌর সৈনিক লীগের সভাপতি মো: জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ রনি, কাঞ্চন পৌর সৈনিক লীগের সভাপতি মো: আবু কামাল, সাধারণ সম্পাদক আ: মতিন খসরু , সাংগঠনিক সম্পাদক মো: মামুন, মুড়াপাড়া ইউনিয়ন সৈনিক লীগের সাধারণ সম্পাদক মো: ইকবাল,ভূলতা ইউনিয়ন সৈনিক লীগের সিনিয়র সহ- সভাপতি মো: আল আমিন,রূপগঞ্জ ইউনিয়ন সৈনিক লীগের সিরিয়র সহ-সভাপতি মো: মহিউদ্দিন, মুড়াপাড়া কলেজের জিএস মো: দুলাল, মজিবুর সৈনিক লীগের নেতা মো: আমজাত, তালাল,আরিফ, মজিবুর, শাহিন, আরিফুল ইসলাম, সাগর , আব্দুল জলিল, বাবুল, ওমর , স্বপন ভূঁইয়া, পারভেজ ভূঁইয়া বাবু, সজল, আব্দুল হাই প্রমূখ।
প্রসঙ্গত, মনোনয়নপত্র বাছাই ৬ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ এবং ভোট গ্রহণ হবে ৩১ মার্চ।