নারায়ণগঞ্জের কন্ঠ:
একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে শহরের চাষাঢ়া এলাকায় টহল ও যানবাহনে তল্লাশি করছে সেনাবাহিনী ।
শুক্রবার ( ২৮ ডিসেম্বর ) বিকেল তিনটায় শহরের চাষাঢ়া চত্বরে এলাকায় সেনা সদস্যদের তল্লাশি করতে দেখা গেছে। এ সময় রাস্তায় বিভিন্ন যানবাহনে তারা তল্লাশিও চালায়। এর আগে গত ২৪ ডিসেম্বর থেকে নির্বাচন উপলক্ষে সারাদেশে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। এই কয়েকদিন তারা শুধুমাত্র টহল পরিচালনা করছেন। ভোটের একদিন আগে যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থান রয়েছেন তারা।
উল্লেখ্য, রবিবার (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদের ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে নারায়ণগঞ্জে পাঁচটি আসন রয়েছে। নারায়ণগঞ্জসহ সারাদেশে সকাল আটটায় শেষ হয়েছে প্রার্থীদের প্রচার ও গণসংযোগ। এখন ৩০ ডিসেম্বর নির্বাচনের দিনের বাকী প্রস্তুতি সারছেন প্রার্থীরা।