স্টাফ রিপোর্ট : পশ্চিম দেওভোগে শাকিল হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মাববন্ধন করেছেন দেওভোগ এলাকাবাসী ।
বুধবার ( ৩১ জুলাই) সকালে কাশিপুর পশ্চিম দেওভোগ এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করে । মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করে।
মানববন্ধনে শেষে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন ।
পশ্চিম দেওভোগ মাদ্রাসার পূর্বনগর এলাকাবাসীর দাবি। তুহিন, নিক্সন,চান্দু এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। মাদক সেবনকারী তাহাদের সসস্ত্র বিশাল বাহিনী আছে বলে দাবি করে। সন্ত্রাসী বাহিনী যে কোন সময়ে মানুষকে মারিয়া ফেলতে কুন্ঠাবোধ করে না। সন্ত্রাসীরা এলাকযা প্রকাশ্যে ঘুরিয়ে বেড়াচ্ছে বলে দাবি করেন ।
তাহাদের বিরুদ্ধে হত্যা,চাঁদাবাজি, মাদক সহ একাদিক মামলা থানা রুজু করা আছে । সন্ত্রাসী দের গ্রেফতার না করলে পূনারায় আবার হেনস্তা ও হত্যা কান্ডের মত ঘটনা ঘটিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করবে ।
মানববন্ধনে শাকিলের স্ত্রী শ্রাবন্তী বলেন , আমার স্বামীর হত্যার বিচার চাই, আমার সন্তানের পিতার হত্যার বিচার চাই । আমার সন্তানকে যে এতিম করেছে তার। হত্যাকারি বিচার চাই ফাঁসি চাই ক্রসফায়ার চাই । যে ভাবে হোক আমার সন্তাকে যে এতিম করেছে তার ফাঁসি চাই ক্রসফায়ার চাই।
প্রধান মন্ত্রী কাছে আমার স্বামীর হত্যার কারির বিচারের দাবি করলাম, পুলিশ প্রশাসনের কাছে আমার দাবি আমি সুষ্ঠ বিচার চাই।
এ সময়ে বক্তব্য দেন কাশিপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য শফিউদ্দিন সরদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ৯ নং ওয়ার্ডের সাবেক সদস্য দুলাল হোসেন, কাশিপুর ইউনিয়নের ৭,৮,৯ ওয়ার্ডের মহিলা সংরক্ষিত সদস্য মরিয়ম, বৃহত্তর দেওভোগ পঞ্চায়েত কিমিটর সভাপতি হেদায়েত উল্লাহ, পূর্বনগর দেওভোগ পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ইকবাল হোসেন, রুপচান সিকদার এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ।