নারায়ণগঞ্জের কন্ঠ: জাতীয় শ্রমিক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ বলেছেন, বঙ্গবন্ধুকে এই মাসেই হত্যা করে ওই পাকিস্তানী দোসররা চেয়েছিল দেশকে ধ্বংস করতে। তার কন্যাকেও এ মাসেই টার্গেট করা হয়েছিল, কিন্তু পাকিস্তানী প্রেতাত্মারা পারেনি। তাই দেশকে উন্নয়নের রোল মডেলে বাস্তবায়ন করতে হলে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে হবে।
তিনি আরো বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য জাতীয় শ্রমিক লীগ কাজ করছে। জাতীয় শ্রমিক লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্যই আমাদের ইউনিয়নগুলো কাজ করে যাচ্ছে।
১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গার্মেন্টস শ্রমিক সমন্বয় কমিটির আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন।
মঙ্গলবার (৩০ আগষ্ট) বিকেলে নারায়ণগঞ্জ চাষাঢ়া শহীদ মিনার সংলগ্ন শ্রম দপ্তর কনফারেন্স রুমে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল কমিটির আয়োজনে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে
পলাশ আরও বলেন, শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার বাইরেও সারা নারায়ণগঞ্জে ৩৪টি ট্রেড ইউনিয়ন করেছি, ঢাকার রাজপথে হোক যেকোন রাজপথে হোক জাতীয় শ্রমিক লীগের নেতৃত্বে আমরা সবসময়ই আছি। বঙ্গবন্ধুকে হারিয়েছি কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ আছে। আজ এই শোক দিবসের শপথ হবে ঐ ধরনের হাইব্রিড ও নব্য আওয়ামী লীগারদের বিরুদ্ধে আমাদেরকে আবারও ঐক্যবদ্ধ হতে হবো।
নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল কমিটি গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ এর আহবায়ক মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বিকেএমইএ কার্যকরী সভাপতি মোঃ হাতেম, গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, নারায়ণগঞ্জ জেলা ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু, আবু সুফিয়ান, সৈয়দা খায়রুন্নাহার তামরীন, ফরিদা ইয়াসমিন, গাজী নূরে আলম, ইলিয়াস হায়দার আশিফ, ওসমান গনী, আসাদুজ্জামান, শরিফুল ইসলাম, এইচ এম রবিউল, আফরোজা সিকদারসহ প্রমুখ।