নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন বলেছেন, নারীরা হলো আমাদের মায়ের জাতি। নারীদের প্রতি আমাদের সম্মান দেখাতে হবে। দেশের প্রত্যেকটি নারীকে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। ডিজিটাল দেশ গড়ার কারিগর জননেত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে দেশব্যাপি ব্যাপক উদ্যোগ নিয়ে কাজ করেছেন।
বুধবার (৫ডিসেম্বর) সকাল এগারোটায় শহরের বি,বি রোড হাজী বেনু টাওয়ারের মোগলাই আজম চাইনিজ রেষ্টুরেন্টের তৃতীয় তলায় বাংলাদেশ কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থ ‘এডাব’ কর্তৃক আয়োজিত আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০১৮ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হসিনার কৃতিত্বে বাংলাদেশে এখন মায়েদের পরিচয়ে সন্তানদের পরিচয় হয়। আমাদের দৃষ্টি ভঙ্গির কারনেই নারীরা দেশে আজ নির্যাতনের স্বীকার হচ্ছেন। নারী পুরুষ একে অপরের পরিপূরক হয়ে কাজ করলে দেশ আরো বেশী উন্নত হবে উন্নত হবে জাতি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের এই সোনার বাংলা গড়তে নারীদের ভূমিকা অনিস্বিকার্য। নারীরা পুরষদেরকে যেমন সম্মান করতে হবে তেমনি পুরুষরাও নারীদেরকে সম্মান করতে হবে। তাই আসুন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনী যুদ্ধে পূণরায় নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নারী পুরুষ সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।
এডাব নারায়ণগঞ্জ জেলার সভাপতি প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য এড, হোসেনে আরা বাবলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা পরিষদের সহ সভাপতি আঞ্জুমান আরা আকসির। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, এডাব পরিচালক এ,কে,এম জসীম উদ্দিন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মানবকল্যান পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নন, এডাব সদস্য আলেয়া বেগম, জেলা লাইব্রেরীয়ান এম মোশারফ হোসেন, জেলা সমাজ সেবা অফিসার শিখা আক্তার, এডাব এর জেলার সাধারন সম্পাদক আরিফ মিহির, নাসিক মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, জেলা পরিষদের নারী সদস্য এড. নুর জাহান, পলিষ্টার ক্লাবের সভাপতি আলহাজ্ব লোকমান আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক সামসুজ্জামান ভাষানী প্রমুখ ।