নারায়ণগঞ্জের কন্ঠ:
আসন্ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে
আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় ( জুয়েল – মহসীন ) পরিষদের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার ( ২২ জানুয়ারী ) সন্ধ্যায় শহরের চাষাঢ়াস্থ বাঁধন কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয় ।
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আমিনুল হকের সভাপতিত্বে ও জেলা পিপি এড. ওয়াজেদ আলী খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এড. হোসনে আরা বাবলী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আনিসুর রহমান দিপু, সাবেক সভাপতি এড. আব্দুর রশিদ ভূঁইয়া, সিনিয়র আইনজীবী এড. মাসুদুর রউফ, এড. সুলতান উদ্দিন নান্নু, এড. শামসুল ইসলাম ভূঁইয়া, এড. হুমায়ূন কবির, এড. নুরুল ইসলাম, এড. সেলিনা ইয়াসমিন, এড. আনোয়ার হোসেন, এড. ফজলুল ইসলাম ভুঁইয়া, আওয়ামীলীগ সমর্থীত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্যরা হলেন সভাপতি প্রার্থী এড. হাসান ফেরদৌস জুয়েল, সিনিয়র সহ সভাপতি প্রার্থী এড. আলী আহমদ ভূইয়া, সহ সভাপতি প্রার্থী এড. বিদ্যুত কুমার সাহা, সাধারণ সম্পাদক প্রার্থী এড. মোহসীন মিয়া, যুগ্ম সম্পাদক এড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ প্রার্থী এড. আ: রউফ মোল্লা, আপ্যায়ণ সম্পাদক প্রার্থী এড. মো: মনিরুজ্জামান কাজল, লাইব্রেরী সম্পাদক প্রার্থী এড. সুবাস বিশ্বাস, ক্রীড়া সম্পাদক প্রার্থী এড. মাসুদ রানা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী এড. সাজ্জাদুল হক সুমন, সমাজ সেবা সম্পাদক প্রার্থী এড. রাশেদ ভূইয়া, আইন ও মানবাধীকার সম্পাদক প্রার্থী এড. স্বপন ভূইয়া, কার্যকরী সদস্য প্রার্থী এড. আনোয়ার হোসেন ভূইয়া, এড. নুসরাত জাহান তানিয়া, মো: মশিউর রহমান, এড. আ: মান্নান ও এড. হাসিবুল হাসান রনি।
জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. খোকন সাহা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আগামী ২৪ জানুয়ারী নির্বাচনে জয়ের কোন বিকল্প নাই । নতুন ডিজিটাল বার ভবন আমরা যারা ক্ষমতাশালী দল আমরাই ডিজিটাল বার ভবন বানানো । এই ডিজিটাল বার ভবন নির্মাণের জন্য দানশীল সাংসদ সেলিম ওসমান তিন কোটি টাকা , গাজী গোলাম দস্তগীর এক কোটি ও আইনমন্ত্রী আনিসুল হক সাবেক এক কোটি টাকা দিবেন । সাংসদ সেলিম ওসমান প্রয়োজনে আরো টাকা দিবে । সুতরাং আমরাই ডিজিটাল বার ভবন নির্মাণ করবো । আমরা আইনজীবীদের টাকায় হাত দিবো না । তিনি আরো বলেন, অতীতে অনেকেই আশা দিয়েছিলো কেউ কথা রাখেনি । বার ভবন কম্পিউটার দেওয়ার আশ্বাস দিয়েও তা দেননি । আর যে ব্যক্তি দুই লাখ টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায় তাকে দিয়ে বারের উন্নয়ন সম্ভব নয় । তাই আগামী ২৪ তারিখ নির্বাচনে জুয়েল – মোহসীন পরিষদের পূর্ন প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করবেন ।
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আনিসুর রহমান দিপু সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, একটি ডিজিটাল বারের স্বপ্ন দেখেছিলাম তা বাস্তবায়ন হতে চলেছে । জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আর বারের সিনিয়র আইনজীবীদের মধ্যদিয়ে এই বারের উন্নয়ন হতে চলেছে । জুয়েল মোহসীন হলো আমাদের প্রতিচ্ছবি । তাদের মধ্যে দিয়েই বারের উন্নয়ন আরোও গতিশীল হবে । তিনি আরো বলেন, আইনজীবীদের বিতর্ক করবেন না । আমরা আইনজীবীরা শান্তিপূর্ণ মানুষ । রাগ অভিমান থাকতে পারে কিন্তু আগামী ২৪ তারিখ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে জুয়েল মোহসীন পরিষদকে ভোট দিয়ে বিজয়ী করবো । ইনশাল্লাহ বিজয়ী হয়ে আমরা জয়ের মালা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবো । এ সময় তিনি সম্মিলিত আইনজীবী সমন্বয় ( জুয়েল – মোহসীন ) পরিষদ পূর্ন প্যানেলের সতের জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেন ।
হাসান ফেরদৌস জুয়েল বলেন, আমাদের কে আগামী নির্বাচনে বিজয়ী করেন সাড়ে সাত কোটি কে দশ কোটি করে দিবো, আমাদের বিজয়ী করেন তাহলে আমরা একটি ডিজিটাল বার উপহার দিবো । একটা কথা মনে রাখবেন আমাদেরকে মনোনীত করেছে আওয়ামীলীগ । আমরা বিজয়ী হলে বিজয় হবে শেখ হাসিনা । তিনি আরোও বলেন, আইনজীবীরা বিবেকবান । আপনারা বিবেক দিয়ে আপনাদের ভোটটি দিবেন । গত ৩০ তারিখ জাতীয় নির্বাচনে স্বাধীনতা বিরোধীদের এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে । ইনশাল্লাহ আগামী ২৪ তারিখ আইনজীবী সমিতি নির্বাচনেও তাই হবে । আপনারা আমাদের সতের জনের পূর্ন প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ।