নারায়ণগঞ্জের কন্ঠ:
আদালতের নির্দেশে উপেক্ষা করে অবৈধভাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ডের ৯ নং নূতন গোগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে বরাদ্দকৃত জমি দখলের অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দাতা সদস্য গোলাম হোসেন ।
শনিবার ( ১ ডিসেম্বর ) বেলা সাড়ে এগারোটায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন তিনি ।
গোলাম হোসেন অভিযোগ তুলে ধরে বলেন, আমার বাবা মরহুম আঃ রহমান মিয়া ১৯৬৯ সালে স্কুল , মসজিদ ও ক্লাবের জন্য ২৭ শতাংশ জায়গা দান করে গেছেন । এর মধ্যে ক্লাবের জন্য শুধুমাত্র ৩ শতাংশ জায়গা দিয়ে যায় । কিন্তু ক্লাব কর্তৃপক্ষ তা বাড়িয়ে সোয়া ৬ শতাংশ দখল করে আছে । আর স্কুলের মাঠের জায়গায় এলাকার নুরুল ইসলাম কোব্বাদ, আনোয়ার হোসেন, আঃ কুদ্দুস আজাদ পেশী শক্তি ব্যবহার করে জোরপূর্বক চিলডেন্ড গার্টেন নামের স্কুল বানিয়ে বানিজ্যিক ভাবে ব্যবসা করছে । অথচ এই প্রাথমিক বিদ্যালয়ের প্রায় হাজার খানি ছেলে মেয়েদের খেলার মাঠ দখল করে তারা এই ব্যবসা করছে । তিনি আরো বলেন, ইতিমধ্যে আমি জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বরাবর অভিযোগ করেছি । পরে আমি হাইকোর্টে রিট আবেদন করলে তা তদন্ত করে এসে অভিযোগের সত্যতা পাওয়া ভেঙ্গে দিতে বলে । কিন্তু তারা না ভেঙ্গে দিয়ে পেশী শক্তি ব্যবহার করে জোরপূর্বক চিলডেন্ড গার্টেন স্কুল পরিচালনা ব্যবসা করে আসছে । তারা মহামান্য হাইকোর্টের নির্দেশ তোয়াক্কা করছে না । তাই আমি জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট আবেদন করছি যাতে এই অবৈধ দখলদারদের উচ্ছেদ করে স্কুলের জায়গা ফিরিয়ে দেওয়া হয় ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শহীদ নগর বাইতুল জান্নাত জামে মসজিদের সাধারণ সম্পাদক আতাউর রহমান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ সভাপতি মনির হোসেন, পিটিআই সভাপতি আহমেদুল হোসেন, সহ সভাপতি জিয়া উদ্দিন বাবলু প্রমুখ ।