নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, বর্তমান সরকারের দু:শাসনে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। সরকারের দূর্নীতি আর লুটপাটের কারনে দিনকে দিন দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। মানুষের দৈনন্দিন চাহিদার সকল পণ্যের দাম এখন নিয়ন্ত্রণের বাইরে, সামান্য পিঁয়াজের কেজি ৩০০ টাকা হয়ে গেছে। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, এখন তারা প্রতিরোধ করবে আর জনগনের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে আগামী দুই মাসের মধ্যে সরকারের পতন ঘটবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ সদর, বন্দর ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার (২০ নভেম্বর) দিনব্যাপী এসব অনুষ্ঠানে অংশ নেন এড. সাখাওয়াত।
তিনি আরো বলেন, এই স্বৈরাচারী সরকারের জুলুম নির্যাতন থেকে দেশের মানুষকে মুক্ত করার আন্দোলন করতে গিয়ে বিএনপির চেয়ারপার্সণ ও তিনবারের সফল প্রধাণমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে মৃত্যুর প্রহর গুণছেন। বিচার বিভাগকে প্রভাবিত করে একজন ৭৫ বছরের বৃদ্ধকে তারা অন্যায়ভাবে আটকে রেখেছে শুধুমাত্র ক্ষমতার টিকে থাকতে। যেদেশে একজন প্রধাণ প্রধাণমন্ত্রী মিথ্যা মামলায় জেল খাটে, একজন বিচারপতিকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়, সেদেশে সাধারণ মানুষের বিচার পাওয়ার আশা একেবারেই শূণ্য। তাই এ অবৈধ সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আমাদের ভবিষ্যত রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৫৫তম জন্মদিনে এই হোক আমাদের শপথ।
বুধবার (২০ ণবেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের তৃতীয় তলায় অনুষ্ঠিত মহানগর মৎস্যজীবী দল সদর থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সদর থানা মৎস্যজীবী দলের আহবায়ক সাখাওয়াত হোসেন জ্যাকী। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ সভাপতি মনির হোসেন খান, মহানগর মৎস্যজীবী দলের আহবায়ক জাহাঙ্গির আলম রতন, যুগ্ম আহবায়ক লিংকন খান, ঋষিকেশ মন্ডল মিঠু, কাঞ্চন আহমেদ, দীন ইসলাম শান্ত, সদস্য ইমরান হোসেন, লিয়ন খান, সদর থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব আহমেদ আলী, যুগ্ম আহবায়ক মো: রাসেল, সদস্য মো: মিজান, ১৫নং ওয়ার্ড মৎস্যজীবী দলের আহবায়ক মো: আকাশ, সদস্য সচিব মো: জুম্মন, যুগ্ম আহবায়ক মো: মিরাজ, মো: আলী, জেলা যুবদলের সহ সভাপতি পারভেজ মল্লিক, সহ সাধারণ সম্পাদক দেলোয়ার শাহ, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক সাগর প্রধান, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সজিব খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ, মহানগর তাঁতী দলের আহবায়ত মীর আলমগীর, সদস্য সচিব ইকবাল হোসেন, যুগ্ম আহবায়ক সুমন হাওলাদার প্রমূখ।
একই দিন বিকেলে সিদ্ধিরগঞ্জ থানাধীন এনায়েতনগর এলাকায় মহানগর তাঁতী দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপত্বি করেন মহানগর তাঁতী দলের যুগ্ম আহবায়ত মোফাজ্জল হোসেন আনোয়ার। উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানাসহ নেতৃবৃন্দ।
বন্দর উপজেলা তাঁতী দলের উদ্যোগে আয়োজিত তারেক রহমানের জন্মদিনের আলোচনা সভায় সভাপত্বি করেন বন্দর থানা তাঁতী দলের আহবায়ক মিলন হোসেন। উপস্থিত ছিলেন জেলা তাঁতী দলের সভাপতি এড. শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক মো: রুবেল, সহ সভাপতি ইসমাইল শিকদার, বন্দর উপজেলা তাঁতী দলের সদস্য সচিব মো: রুবেল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাহিন আহমেদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মশিউর রহমান শান্ত প্রমূখ।