নারায়ণগঞ্জের কন্ঠ:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ ( সোনারগাঁও ) আসনে বিএনপির সাবেক সাংসদ অধ্যাপক রেজাউল করিম’র পক্ষে মনোনয়নপত্র ক্রয় করা হয়েছে ।
সোমবার ( ২৬ নভেম্বর ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে অধ্যাপক রেজাউল করিমের পক্ষে এই মনোনয়নপত্র ক্রয় করেন তার নেতাকর্মীরা ।
উপস্থিত ছিলেন, সোনারগাঁও পৌর যুবদলের সভাপতি ফারুক আহমেদ তপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালু, জেলা যুবদল নেতা আশরাফ মোল্লা, সোনারগাঁও থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক নুরে ইয়াসিন নোবেল, পিরোজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শহিদ সরকার ।
প্রসঙ্গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ তারিখ আগামী ৩০ ডিসেম্বর নির্ধারণ করে পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে ২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর।