en
সোমবার , ১১ নভেম্বর ২০১৯ | ২রা মাঘ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আর্ন্তজাতিক
  6. এক্সক্লুসিভ
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জন দুর্ভোগ
  10. জাতীয়
  11. টপ লিড
  12. বিনোদন
  13. মহানগর
  14. রাজনীতি
  15. লিড

সাব্বির-মুশফিকের রেকর্ড ভাঙলেন নাইম শেখ

প্রতিবেদক
Md Shihab
নভেম্বর ১১, ২০১৯ ৬:১৫ পূর্বাহ্ণ
1011501035476 kalerkantho pic

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করা সাব্বির-মুশফিকদের রেকর্ড ভাঙলেন তরুণ ওপেনার নাইম শেখ। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৮১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে এ রেকর্ড গড়েন তিনি।

এদিন ভারতের ছুড়ে দেওয়া ১৭৫ রানের জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই লিটন-সৌম্য ফিরে গেলেও ক্যারিয়ারের তৃতীয় ম্যাচেই অভিষেক ফিফটি তুলে নেন নাইম। তাও আবার মাত্র ৩৪ বলে।

পরবর্তীতে মিথুনের সাথে দারুণ জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন নাইম। মিথুনও দলীয় রানের চাকা সচল রাখেন। এমতাবস্থায় ২৭ রান করে ক্যাচ আউটে ফিরে যান মিথুন। তবে আউট হওয়ার আগে দলের জয়ের ভিত দাঁড় করিয়ে যান। এরপরে মিস্টার ডিপেন্ডেবল নামে পরিচিত মুশফিকও রানের খাতা না খুলতেই আউট। তবে দারুণ ব্যাটিং করতে থাকেন নাইম। দলীয় ১২৬ রানে ৪৮ বলে ৮১ রান করে আউট হন তিনি।

এর আগে টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল সাব্বির রহমানের। ২০১৮ সালে কলোম্বোতে ৭৭ রান করেছিলেন তিনি। আর দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড হচ্ছে মুশফিকের।

সর্বশেষ - লিড