নারায়ণগঞ্জের কন্ঠ : সামাজিক দূরত্ব বজায় রেখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে মরনঘাতী নোবেল করোনা ভাইরাস ( কোভিড -১৯) পরিস্থিতিতে মধ্যবিত্ত খেটে খাওয়া হতদরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার ( ১৬ এপ্রিল ) দুপুরে নগরীর মিশনপাড়ার রবিদাসপাড়া,গলাচিপাসহ আশপাশ এলাকার ৫০টি পরিবারের মানুষের জন্য এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এ বিষয়ে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন বলেন, হটস্পট হিসেবে চিহ্নিত করে পুরো নারায়ণগঞ্জকে লকডাউনের ঘোষণা দেয়া হয় । করোনায় নারায়ণগঞ্জ জেলা ভয়াবহ রূপ ধারণ করেছে । বর্তমান পরিস্থিতিতে গৃহবন্দি হয়ে পড়েছে নারায়ণগঞ্জের মধ্যবিত্ত ও নিম্ন আয়ের অসহায় হতদরিদ্র মানুষ গুলো । এমন পরিস্থিতিতে অসহায় নিম্ন আয়ের মানুষের পাশে জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ । আমরা সব সময়ই অসহায় মানুষের পাশে আছি এবং থাকবো । আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবো ।
তিনি আরও বলেন, এই মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে । অপ্রয়োজনে ঘরের বাইরে যাবেন না । সবাইকে সচেতন হতে হবে । আমরা বেশি বেশি করে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে করে যেনো এই মহামারী করোনা ভাইরাস থেকে সবাইকে রক্ষা করে ।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা ও সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপনের নেতৃত্বে এ সময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক সঞ্জয় দাস,সদস্য সচিব ভজন দাস, মহানগর যুব ঐক্য পরিষদের সদস্য সচিব রিপন কর্মকার প্রমুখ ।
এর আগে গত রোববার ( ৫ এপ্রিল ) জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের ত্রান সামগ্রী নারায়ণগঞ্জ জেলার ছয়টি থানা সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, বন্দর, সোনারগাঁ, আড়াইহাজার, ফতুল্লার হতদরিদ্র নিম্ন আয়ের মানুষের জন্য প্রতিটি থানার নেতৃবৃন্দের কাছে এ ত্রান সামগ্রী হস্তান্তর করা হয় । পরে প্রতিটি থানার নেতৃবৃন্দরা তা সমাজের অসহায় গরীব মানুষের মাঝে বিতরণ করেন ।