en
বুধবার , ৩১ অক্টোবর ২০১৮ | ১২ই মাঘ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আর্ন্তজাতিক
  6. এক্সক্লুসিভ
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জন দুর্ভোগ
  10. জাতীয়
  11. টপ লিড
  12. বিনোদন
  13. মহানগর
  14. রাজনীতি
  15. লিড

সিদ্ধিরগঞ্জে ভূয়া পুলিশ কর্মকতা আটক

প্রতিবেদক
নারায়ণগঞ্জের কন্ঠ
অক্টোবর ৩১, ২০১৮ ১:৫৯ অপরাহ্ণ
PicsArt 10 31 07.39.54

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার সন্দুখালী থানার হাবিবুর রহমানের ছেলে সাইদুর রহমান। বয়স ৩৫। দশ বছর আগে পটুয়াখালী থেকে নারায়ণগঞ্জে এসে ভ্যানগাড়ীতে করে বিভিন্ন পন্য ফেরী করে বিক্রি করতো। পাশাপাশি রাজ মিস্ত্রির কাজও করতো সে। কিন্তু এসব কিছুর আড়ালে সাইদুর আরো একটি কাজে জড়িত ছিলো। তার সেই কাজ করার জন্য সে রাতের অন্ধকারকে বেছে নিতো। নিজেকে পুলিশের এএসআই পরিচয় দিয়ে বিভিন্ন বাড়িতে ঢুকে মেয়েদেরকে ব্লাকমেইলিং করে টাকা পয়সা হাতিয়ে নেয়াই ছিলো তার আসল পেশা। এধরনের প্রতারনার জন্য সাইদুর নিজের আসল নাম গোপন রেখে রফিকুল ইসলাম নামে (বিপি ৯১২১৬০৫৬৮০) পুলিশের ভিজিটিং কার্ডও বানিয়েছিলো। এই কার্ড দেখিয়ে সে বিভিন্ন স্থানে প্রতারনা করে আসছিলো। সম্প্রতি সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এলাকার প্রবাসির স্ত্রী মোসাঃ সাহারা বেগমের কাছ থেকে জমি রেজিষ্ট্রি করিয়ে দেওয়ার নাম করে হাতিয়ে নেয় ১০ লক্ষ্য টাকা। সেই টাকা নেওয়ার পর পুনরায় আরো টাকা দাবী করায় বিষয়টি তারা আইনশৃংখলা বাহিনিকে অবহিত করে। পরে তাদের মাধ্যমে জানতে পারে সাইদুর রহমান এবং ওই বিপি নাম্বারের কোন এএসআই নাই। পরে বুধবার রাতে সাইদুরকে টাকা দেওয়ার কথা বলে বাড়িতে আসতে বলে গৃহবধু সাহারা। এসময় নারায়নগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হুমায়ুন কবির তাকে হাতে নাতে আটক করে। পরে তাকে সিদ্ধিরগঞ্জ থানায় সোপর্দ করে। এবিষয়ে ভুক্তভোগী গৃহবধু সাহারা বাদি সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। মামলা সূত্রে জানা যায়, গত তিন মাস পূর্র্বে জমি সংক্রান্ত বিষয় নিয়া পুলিশের এএসআই রফিকুল ইসলাম পরিচয় দিয়ে প্রবাসীর স্ত্রী সাহারার বিরুদ্ধে জমি সংক্রান্ত নারায়ণগঞ্জ এসপি অফিসের একটি অভিযোগ নিয়ে তার বাসায় হাজির হয়। সেই সূত্রে সাহারার বাড়িতে রফিক ওরফে সাইদুর কয়েকবার আসা যাওয়া করে। একসময় সাইদুর সাহারার জমি দ্রুত রেজিষ্ট্রি করিয়ে দেওয়ার কথা বলে ১০ লক্ষ্য টাকা দাবী করে। এরই প্রেক্ষিতে গত জুলাই মাসের ২০ তারিখে নগদ ৩ লক্ষ্য টাকা সাইদুরকে দেয় সাহারা। এর নয়দিন পর জুলাইয়ে ২৯ তারিখে তারিখে আরো ২ লক্ষ্য টাকা প্রদান করে সাইদুরকে। এর পরে আরো কয়েকবার সাহারার কাছ থেকে আরো ৫ লক্ষ্য টাকা আদায় করে সাইদুর। এমনি করে ১০লক্ষ্য টাকা নেওয়ার পরেও প্রতারক সাইদুর সাহারার কাছে আরো ২ লক্ষ্য টাকা দাবী করে। ১০লক্ষ্য টাকা দেওয়ার পরে আবার অতিরিক্ত টাকা চাওয়ায় তা দিতে অস্বীকৃতি জানায় সাহারা। এতে করে সাইদুর তাকে নানা রকম ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। পরে বিষয়টি সাহারা নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশকে অবহিত করে। পরে জেলা গোয়েন্দা পুলিশ সাইদুরের বিপি নাম্বার যাচাই করে জানতে পারে এ নাম্বারে এবং নামে কোন পুলিশ নাই। নাম এবং বিপি নাম্বার দুটোই ভুয়া। বিষয়টি প্রতারক সাইদুরকে বুঝতে না দিয়ে টাকা দেওয়ার কথা বলে তাকে আসতে বলে সাহারার বাসায়। টাকা নেওয়ার জন্য বুধবার (৩০ অক্টোবর) রাতে সাইদুর সাহারার বাসায় আসে। এসময় গোয়েন্দা পুলিশের পরিদর্শক হুমায়ূন কবির তাকে হাতেনাতে আটক করে। পরে তাকে সিদ্ধিরগঞ্জ থানায় সোপর্দ করে। এদিকে সিদ্ধিরগঞ্জ থানায় খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছরের জুলাইয়ে ৭ তারিখে শান্তা নামে এক নারী ধৃত ভুয়া পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম ওরফে সাইদুরের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছে। সেই থেকে পুলিশ তাকে খুজছে।

এদিকে সাহারার দায়েরকৃত প্রতারণার মামলা এবং শান্তার দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলা দুটির তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক দীলিপ কুমার বিশ^াস। তিনি জানান রফিকুল ইসলাম ওরফে সাইদুর একজন ভূয়া পুলিশ। সে পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে অপকর্ম করে বেড়াতো। এর আগে তার নামে গত জুলাই মাসে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামালা হয়েছিলো। আমরা তাকে খুঁজতে ছিলাম। সে আসলে খুব ধূর্ত প্রকৃতির। তাই তাকে খুজে পাওয়া যাচ্ছিলো না।

সর্বশেষ - লিড

আপনার জন্য নির্বাচিত
PicsArt 07 14 10.25.46 1

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আর নেই

PicsArt 10 31 11.28.46

কেন্দ্রীয় সহ-সভাপতি আনু’র হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন স্বেচ্ছাসেবক দলনেতা আলী আহম্মেদ

PicsArt 01 22 01.18.50

তাবিথ আওয়ালের প্রচারণায় আজাদের বিশাল শোডাউন

FB IMG 1679928509986

দু’দিন ব্যাপি হিন্দু ধর্মাবলীদের লাঙ্গলবন্দের অষ্টমী স্নানোৎসব শুরু মঙ্গলবার

PicsArt 12 17 06.55.31

ভোক্তা অধিকার আইনে পানোমারা প্লাজার ছয় দোকানকে জরিমানা

PicsArt 08 18 07.44.36

মহানগর বিএনপির গণমিছিলে ১১নং ওয়ার্ড বিএনপির অংশগ্রহণ

PicsArt 10 09 08.22.52

বিক্ষুব্ধ নেতাকর্মীদের রোষানলে সুমন লাঞ্ছিত: গাড়ি ভাঙচুর

PicsArt 12 05 05.20.56

নাশকতার মামলায় আড়াইহাজার বিএনপি’র ২৩নেতা-কর্মীর আগাম জামিন

PicsArt 04 09 03.17.16

আজ পবিত্র শবে বরাত, ঘরেই সবাইকে ইবাদত করার আহ্বান

141246201948 kalerkantho pic

এসএ গেমস : বাংলাদেশ ফুটবল দলের প্রস্তুতি শুরু বৃহস্পতিবার