নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, সৈয়দ আশরাফ মন্ত্রী থাকা অবস্থায় আমি তার কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি । তিনি স্থানীয় সরকার দায়িত্ব নেয়ার পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কোন কাজ তার কাছে আটকে থাকেননি । ২০১১ সালে প্রথম সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি আমাকে প্রচন্ড ভাবে সাহায্য করেছেন ।
জনপ্রশাসন ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ।
রবিবার ( ১৩ জানুয়ারি ) বাদ আছর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয় ।
তিনি আরো বলেন, সৈয়দ আশরাফ বলতেন রাজনীতিতে নীতি ও আদর্শ থাকা প্রয়োজন । এটা অনেকের মাঝে নাই । ওনার বাবা ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর । তিনিও জননেত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বিশ্বষ্ট ছিলেন । ওয়ান ইলেভেনের সময় দলের প্রতি তার অবদান গুরুত্বপূর্ণ।
মেয়র আরো বলেন, সৈয়দ আশরাফ রাজনীতিতে অনুকরণীয় ও অনুশরনীয় তার সম্পর্কে কোনো মতভেদ থাকা উচিত নয় । ব্যক্তিগত ভাবে বিরোধী দলেও অনেকেই সৈয়দ আশরাফকে পছন্দ করতেন । আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিইও এহতেশামুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নাসিক প্যানেল মেয়র -১ আফরোজা বিভা হাসান , প্যানেল মেয়র -৩ মিনোয়ারা বেগম, সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, নাসিক
৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলী হোসেন আলা, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর জমশের আলী ঝন্টু, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসাইন, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর সামছুজ্জোহা, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুল , সংরক্ষিত (১,২ ও ৩) নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর মাকসুদা মোজাফফর, সংরক্ষিত (৪,৫ ও ৬) নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, সংরক্ষিত (১৩,১৪,১৫) নং ওয়ার্ড কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি, সংরক্ষিত মহিলা (১৯,২০,২১) নং ওয়ার্ড কাউন্সিলর শিউলী নওশাদ, সংরক্ষিত (২২,২৩,২৪) নং ওয়ার্ড কাউন্সিলর শাওন অংকন, সংরক্ষিত (২৫,২৬,২৭) নং ওয়ার্ড কাউন্সিলর হোসনে আরা বেগম প্রমুখ ।
এ সময় সৈয়দ আশরাফুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় ।