নারায়ণগঞ্জের কন্ঠ : সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে লকডাউনে পড়া অসহায় দুটি পরিবারের পাশে দাঁড়িয়েছে সোনারগাঁও ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা লায়ন মাহবুবুর রহমান বাবুল ।
মঙ্গলবার ( ২জুন ) সকালে বারদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের দলরদী ও ৪নং ওয়ার্ডের মছলন্দপুর পশ্চিমপাড়া গ্ৰামের করোনায় আক্রান্ত অসহায় দুটি পরিবারের বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নিলেন লায়ন মাহবুবুর রহমান বাবুল । এসময়ে চাল, ডাল, আলু, পিঁয়াজ,তেল, লবণ, মুরগি, আপেল, মালটা, আঙ্গুরসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন । এবং করোনা আক্রান্ত অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এ বিষয়ে লায়ন মাহবুবুর রহমান বাবুল বলেন, কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো মনের জোর ও ভালোবাসার শক্তি। কোনোভাবেই আতঙ্কিত হওয়া যাবে না, মনে জোর রাখতে হবে। আতঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, আর মনের জোর রোগ ঠেকিয়ে রাখার কাজটি করে। তাই করোনাকে জয় করতে হবে , ভয় পেলে চলবে না । করোনা মনোবল না হারিয়ে সাহসী হতে হবে ।
তিনি আরও বলেন, যারা সুস্থ আছেন তারাও সাবধানতার সাথে চলতে হবে । তবে লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন । আপনার সুরক্ষা আপনার হাতে। নিজে সুরক্ষিত থাকুন, পরিবারের সবাইকে সুরক্ষিত রাখুন, সুস্থ ও নিরাপদে থাকুন।