নারায়ণগঞ্জের কন্ঠ: জাতীয় সংসদে পাশকৃত সড়ক পরিবহন আইনের সংশোধনসহ সাত দফা দাবি আদায়ে লক্ষ্যে ঢাকা বিভাগে অনির্দিষ্টকালের পণ্য পরিবহন ধর্মঘটের কর্মবিরতি অংশ হিসেবে নারায়ণগঞ্জেও পণ্য পরিবহন ধর্মঘট কর্মবিরতি পালন করেছে নারায়ণগঞ্জ পরিবহন শ্রমিক ও মালিকেরা ।
রবিবার ( ৭ অক্টোবর ) থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় পণ্য পরিবহন মালিক- শ্রমিক ঐক্য পরিষদ । আর এই দাবি কে যুক্তিক দাবি জানিয়ে শহরের নিতাইগঞ্জ ও পঞ্চবটি সিটি ট্রাক টার্মিনালের সকল প্রকার পণ্য পরিবহনে লোড আনলোড বন্ধ করে কর্মবিরতি পালন করেন সাধারণ পণ্য পরিবহন শ্রমিক ও মালিকেরা ।
এর আগে গত ( ৬ অক্টোবর ) শনিবার রাজধানীর তেজগাঁও ট্রাক টার্মিনালে এক সমাবেশ করে ( ৭ অক্টোবর ) থেকে পণ্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় ‘পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ’।
শ্রমিকেরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিক বান্ধব সরকার । তিনি এদেশের সাধারণ শ্রমিকদের ভাগ্যের উন্নয়নে কাজ করছে । জাতীয় সংসদে পাশকৃত সড়ক পরিবহন আইন পরিবর্তনের দাবি জানাই । আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রী আমাদের এই যুক্তিক দাবি মেনে নিয়ে আগামী জাতীয় সংসদ অধিবেশনে তা সংশোধন করবে । আর এই দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় কোন পণ্যবাহী গাড়ি চলবে না।
তারা আরও বলেন, মৃত্যুপরোয়ানা মাথায় নিয়ে শ্রমিকরা রাস্তায় পণ্যবাহী গাড়ি চালাবে না। কোনো শ্রমিক ইচ্ছা করে রাস্তায় মানুষ মারে না। অনেক কারণে সড়ক দুর্ঘটনা হতে পারে। এ জন্য শুধু শ্রমিককে ফাঁসি বা জেল দেয়ার বিধান মানা হবে না। আর সাত দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত মালিক ও শ্রমিকদের পণ্যবাহী গাড়ি চলবে না।
সাত দফা দাবির মধ্যে রয়েছে- সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধন করা ; সড়ক দুর্ঘটনায় ৩০২ ধারায় মামলা গ্রহণ না করা ; ৫ লাখ টাকা জরিমানার বিধান বাতিল ও জামিনযোগ্য ধারায় মামলা করা, টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির সদস্য হাসমত আলীসহ মালিক ও শ্রমিক মুক্তি ; পুলিশের হয়রানি বন্ধ করা ; গাড়ির কাগজপত্র চেকিংয়ের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা ; পর্যাপ্ত সুযোগ-সুবিধাসংবলিত ট্রাক টার্মিনাল বা স্ট্যান্ড করা ; গাড়ির মডেল বাতিল করতে হলে উপযুক্ত ক্ষতিপূরণ দেয় ; সহজ শর্তে ভারী যানবাহন চালককে ভারী লাইসেন্স দেয়া ও এর আগপর্যন্ত হালকা বা মধ্যম লাইসেন্স দিয়ে ভারী যানবাহন চালানোর সুযোগ দেয়া ; সারা দেশে গাড়ির ওভারলোডিং বন্ধ করা এবং ফুটপাত, ওভারব্রিজ, আন্ডারপাস ও জেব্রাক্রসিং ব্যবহার নিশ্চিত করা।