নারায়ণগঞ্জের কন্ঠ: হরতাল সমর্থনে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকের নেতৃত্বে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদল। এসময়ে জেলা যুবদলের মিছিলে পুলিশ গুলিবর্ষণ করেছে বলে জানা গেছে।
রবিবার ( ২৯ অক্টোবর ) বিকেল তিনটার দিকে জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকের নেতৃত্বে নগরীর মন্ডলপাড়া থেকে হরতাল সমর্থনে মিছিল বের করে। মিছিলটি নিতাইগঞ্জ দিকে যাওয়ার সময়ে পুলিশ হঠাৎ করে গুলিবর্ষণ করে যুবদলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
এসময় মিছিল থেকে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করেন। একই সঙ্গে খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক জানান, আমাদের এক দফা এক দাবি এই স্বৈরাচারী সরকারের পদত্যাগ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। আর তা নাহলে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।
তিনি আরও বলেন, হরতাল সমর্থনে নগরীতে আমাদের শান্তিপূর্ণ মিছিল অর্তকিত গুলিবর্ষণ করেছে পুলিশ। পুলিশ প্রশাসনকে ব্যবহার করে এই সরকার আর বেশীদিন ক্ষমতায় থাকতে পারবে না। আমরা রাজপথে আছি এবং এই সরকারের পতন ঘটিয়েই রাজপথ ছাড়বো ইনশাল্লাহ।
মিছিলে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।