নারায়ণগঞ্জের কন্ঠ:
হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক ডা. স্যামুয়েল হ্যানিমেনের ২৬৮ তম জন্মবার্ষিকী উদযাপন ও অভিষেক করেছে হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটি (এইচ.ডি.এস)।
রবিবার ( ২৮ এপ্রিল ) বিকেলে শহরের পুরাতন কোর্টস্থ সরকারি গণগ্রন্থাগারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির অধ্যাপক ডঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান দিলিপ কুমার রায়, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের রেজিষ্টার কাম সেক্রেটারী, ডি.এইচ.এম.এস’র সভাপতি ইফতেখার উদ্দিন, বি.এম.এ’র নারায়ণগঞ্জ জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক নুরুন্নবী, ডঃ শাহিন আক্তার জাহান, ডঃ জাব্বার চিশতি, ডঃ খন্দাকার মনির আহম্মেদ প্রমুখ।
বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান দিলিপ কুমার রায় বলেন, আজকে আমাদের এই বাংলাদেশে এই সরকার আসার আগে হোমিওপ্যাথি’র নাম শুনলেই টিনের ঘর, বেড়ার ঘর, টাকা নেই ইত্যাদি সমস্যা ছিলো।
কিন্তু আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এই হোমিওপ্যাথি চিকিৎসায় অনেক পরিবর্তন এসেছে। দেশের বিভিন্ন জায়গাতে হোমিওপ্যাথি হাসপাতাল তৈরী হচ্ছে। সামনে আরো হবে। আগে শুধু এ্যালোপ্যাথিক চিকিৎসকদেরই সম্মান দেয়া হতো কিন্তু এখন আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকদেরও একই সম্মান দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, বর্তমানে এ্যালোপ্যাথিক চিকিৎসকদের নানা ধরণের সমস্যা রয়েছে, তাঁরা রোগীদের সাথে সৌজন্যমূলক আচরন করেনা। ঠিক মতো হাসপাতালে রোগী দেখেনা । আমাদেরকে এই ধরণের শূণ্যস্থানগুলো পূরন করতে হবে। রোগীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। টাকা থাক বা নাই থাক চিকিৎসা দিতে হবে। দেখবেন একদিন এই হোমিওপ্যাথি চিকিৎসা সবার সামনে আরো আলোড়ন সৃষ্টি করবে।
অনুষ্ঠানে কক্সবাজারে রোহিঙ্গাদের হোমিওপ্যাথিক চিকিৎসা দেওয়ায় রায়হান মাহবুব ও হারুন অর রশিদকে বিশেষ সম্মাননা দেয়া হয়।