en
রবিবার , ৯ এপ্রিল ২০২৩ | ৩০শে পৌষ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আর্ন্তজাতিক
  6. এক্সক্লুসিভ
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জন দুর্ভোগ
  10. জাতীয়
  11. টপ লিড
  12. বিনোদন
  13. মহানগর
  14. রাজনীতি
  15. লিড

১০ দফা দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে: সাখাওয়াত

প্রতিবেদক
নারায়ণগঞ্জের কন্ঠ
এপ্রিল ৯, ২০২৩ ৪:৩৪ অপরাহ্ণ
PicsArt 04 09 10.26.41

নারায়ণগঞ্জের কন্ঠ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, এই স্বৈরাচারী হাসিনা সরকার আবারো একটি পাতানো নির্বাচনের পাঁয়তারা করছে‌ কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, শেখ হাসিনার অধীনে বাংলাদেশের কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না, হতে দেয়া হবে না‌ আমরা রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলে এই প্রহসনের নির্বাচনকে প্রতিরোধ করবো এবং বিএনপির ঘোষিত দেশ রক্ষার ১০ দফা দাবি মানতে সরকারকে বাধ্য করবো।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানা বিএনপির অন্তর্গত ২১ নং ওয়ার্ড বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। রবিবার (৯ এপ্রিল) ২১ নং ওয়ার্ডস্থ সোনাকান্দা এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অ্যাডভোকেট সাখাওয়াত বলেন, আগামী ঈদের পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সরকার পতনের আন্দোলনকে বেগবান করতে সারাদেশের প্রতিটি ইউনিট কমিটিকে শক্তিশালী করে গড়ে তোলার নির্দেশনা দেয়া হয়েছে। সে নির্দেশনা মোতাবেক আমরা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন প্রতিটি ইউনিট কমিটিতে সম্মেলনের মাধ্যমে সকলের মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নেতৃত্ব তৈরি করার চেষ্টা করছি যাতে করে আগামী দিনে রাজপথের আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে। এখানে কোনো ভাইয়ের লোক কোনো ব্যক্তির লোক প্রাধান্য পাবে না, যারা রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাদেরকেই কমিটিতে স্থান দেয়া হবে। ইতিমধ্যে আমরা সম্মেলনের মাধ্যমে অনেকগুলো কমিটি গঠন করেছি। আজকে ২১ নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে যারা নেতৃত্বে আসবেন তাদের প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা থাকলো। সেই সাথে এই নতুন নেতৃত্ব রাজপথের আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি ।

প্রধান বক্তার বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির রাজনীতি করবো। কোনো নৌকা মার্কা লাঙ্গল মার্কার গোলামী করবো না। যারা বিএনপিতে থেকে সরকারি দলের দালালি করবেন তাদের স্থান বিএনপিতে হবে না। আগামী দিনে শহীদ জিয়ার বিএনপি খালেদা জিয়ার বিএনপি এবং তারেক রহমানের বিএনপি থাকবে, কোনো দালাল মার্কা বিএনপি নারায়ণগঞ্জে থাকবেনা। আমরা অতীতে দেখেছি বিএনপি’র কমিটিতে থেকে অনেকে সরকারি দলের গোলামী করেছেন। তাদেরকে হুশিয়ার করে দিয়ে বলতে চাই, অনেক হয়েছে আর না, আপনাদের দিন শেষ। শহীদ জিয়ার সৈনিকেরা জেগে উঠেছে। যে কোনো মূল্যে তারা বিএনপিকে দালাল মুক্ত করবে। আগামী দিনের আন্দোলন সংগ্রামে বিএনপির নতুন নেতৃত্বকে স্বাগত জানাচ্ছি।

সম্মেলন শেষে সাহেব আলীকে সভাপতি, বাসেদ মিয়াকে সিনিয়র সহ-সভাপতি ও নুর আলম স্বপনকে সাধারণ সম্পাদক, মনোয়ার হোসেন মনাক্কাকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং শিপলু মিয়াজীকে সাংগঠনিক সম্পাদক করে ৫সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ মহানগর ২১নং ওয়ার্ড বিএনপির আংশিক কমিটি ঘোষণা করেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

মহানগর ২১নং ওয়ার্ড বিএনপির সমন্বয়ক মো. সাহেব আলী’র সভাপতিত্বে ও বন্দর থানা বিএনপি’র সদস্য নুর আলম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক আহ্বায়ক মনির হোসেন খান, কমিটির সদস্য ডা. মজিবুর রহমান, হাবিবুর রহমান দুলাল, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির আহ্বায়ক মাসুদ রানা, বন্দর থানা বিএনপি’র আহ্বায়ক নুর মোহাম্মদ পনেছ, সদস্য সচিব নাজমুল হক রানা।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক নাছির উল্লাহ্ টিপু, ইকবাল হোসেন, মো. সেলিম, সোহেল খান বাবু, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. নুরুল কাদের সোহাগ, সদস্য মো. শিপলু প্রমুখ।

সর্বশেষ - লিড

আপনার জন্য নির্বাচিত
PicsArt 07 16 04.22.01

তারেক রহমানের ধন্যবাদ চিঠি পেলেন আজাদ

PicsArt 11 14 04.01.48

মন্ত্রী গাজীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নবনির্বাচিত মেম্বার আবু ভূঁইয়া

Picsart 23 12 21 23 43 01 587

যত বড় শক্তি বিদেশ থেকে আসুক না কেন, কিচ্ছু করতে পারবে না : শামীম ওসমান

PicsArt 02 03 08.40.30

মূল্যায়নপত্রে নম্বর বাড়ানোর নামে প্রতারণা, আটক ১

PicsArt 08 30 08.33.12

মহানগর বিএনপির মৌন মিছিলে বন্দর থানা যুবদলের অংশগ্রহণ

PicsArt 04 25 11.38.14

অধ্যাপক মামুন মাহমুদের উপর সন্ত্রাসী হামলা আড়াইহাজার বিএনপি’র নিন্দা ও প্রতিবাদ

The History of Business Meeting Solutions Refuted

The History of Business Meeting Solutions Refuted

PicsArt 09 22 07.43.06

লিপি ওসমানের সুস্থতা কামনায় না’গঞ্জ জেলা মহিলা লীগের দোয়া

PicsArt 10 10 03.53.03

নবগঠিত নারায়ণগঞ্জ জেলা ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটিকে যুব ঐক্য পরিষদের শুভেচ্ছা

PicsArt 09 13 01.37.37

জাতীয় হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোট না’গঞ্জ জেলার সভাপতি পরেশ চৌধুরী