নারায়ণগঞ্জের কন্ঠ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ও ২১শে আগষ্ট বর্বরোচিত হামলায় নিহত শহীদদের স্মরণে ফতুল্লা থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের দোয়া মাহফিল ও গনভোজ অনুষ্ঠিত ।
শনিবার (২২ আগষ্ট) সকালে ১১টায় ফতুল্লাস্থ বিসিক সংলগ্ন এলাকায় ফতুল্লা থানা বঙ্গবন্ধু সৈনিক লীগে উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় । এ সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত শহীদ ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় । সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাংসদ শিরীন আহমেদ ও সদস্য সচিব হারুন উর রশিদ সিআইপি এবং এ.কে.এম শামীম ওসমান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল ও সাধারণ সম্পাদক হাজী শওকত আলীর সু – স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয় ।
ফতুল্লা থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি
মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. জসিম উদ্দিন জসিম , প্রধান আলোচক সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী, বিশেষ অতিথি সহ-সভাপতি অ্যাড. মোহাম্মদ স্বপন ভূঁইয়া, সহ- সভাপতি জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. বাবুল আহমেদ ।
এ সময়ে আলোচনায় বক্তারা বলেন, বিএনপি জামায়াত জোট সরকারের যোগসাজশেই ২১শে আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই তার জনসভায় গ্ৰেনেট মামলা চালানো হয়েছে । আল্লাহর অশেষ রহমতে আমাদের প্রধানমন্ত্রী বেঁচে যান । কিন্তু মৃত্যুবরণ করেন মহিলা লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন । আমরা মনে ১৫ই আগষ্ট ও একুশে আগষ্ট একই সূত্রে গাঁথা । আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগষ্ট ও একুশে আগষ্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি ।
ফতুল্লা থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি শেখ সাইদ ও যুগ্ম সম্পাদক মো. সুমনের সার্বিক তত্ত্বাবধানে আরোও উপস্থিত ছিলেন, সমাজ সেবক আনোয়ার প্রধান ও মো. বাদশা ।