নারায়ণগঞ্জের কন্ঠ:
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার ১৬ মার্চ বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জের ভুলতার উড়াল সেতু ও কাঁচপুরের শীতলক্ষ্যা সেতুর উদ্বোধন ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী কার্যালয় থেকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক কার্যালয় ও রূপগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের সাথে সরাসরি যুক্ত হয়ে প্রকল্প দুটির উদ্বোধন করা হয়।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের আমলে নারায়ণগঞ্জ জেলা সম্পন্ন হওয়া বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের একটি সচিত্র প্রতিবেদন প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে উপস্থাপন করা হয়।
কাচঁপুর দ্বিতীয় সেতুটির উদ্বোধন ঘোষণার সময় প্রধানমন্ত্রী বলেন, যেহেতু ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে একই আদলে মেঘনা ও গোমতি নদীর উপর দিয়ে আরো দুটি সেতু রয়েছে এবং সেগুলো নদীর নামেই নামকরন করা হয়েছে তাই আমরা এটিকে কাঁচপুর দ্বিতীয় সেতু না বলে শীতলক্ষ্যা সেতু নামকরন করতে পারি। এতে করে শীতলক্ষ্যা নদীর নামটিও রয়ে যাবে। আর আগের পুরাতন সেতুটি কাচঁপুর সেতু নামেই থাকুক নতুনটিকে শীতলক্ষ্যা বলতে চাই বলে তিনি নারায়ণগঞ্জের সকরের মতামত জানতে চান।
এ সময় সকলের সম্মতিক্রমে জেলা প্রশাসক রাব্বি মিয়া প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নারায়ণগঞ্জের প্রতি আপনার আলাদা সুদৃষ্টি রয়েছে। আমরা দাবী উপস্থাপন করার আগেই আপনি পূরণ করে দিয়েছেন। এতেই নারায়ণগঞ্জের প্রতি আপনার ভালবাসা প্রকাশ পায়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে উনার সাথে নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজের অর্নাস তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নুরুল হুদা নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী সরকারী মহিলা কলেজের ওই শিক্ষার্থীকে ভাল করে লেখাপড়ার করার পরামর্শ দেন এবং নতুন প্রজন্মকে ভবিষ্যত বাংলাদেশের নেতৃত্বের দায়িত্ব নেওয়ার মত করে নিজেদের গড়ে তুলতে আহবান রাখেন।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিঞার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠান স্থলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। অন্যদিকে রূপগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
ডিসির সম্মেলন কক্ষে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, জেলা পিপি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী প্রফেসর শিরীন বেগম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টির সভাপতি খালেদ হায়দার খান কাজল, সহ সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পদাক অ্যাডভোকেট মহসিন মিয়া সহ রাজনৈতিক ও প্রশাসনিক আরো অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন।