বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ সহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগর বিএনপি। বুধবার (৩১ অক্টোবর) এক বিবৃতিতে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল এ নিন্দা জানান করেন।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ্য করে বলে জানান, বিএনপি এখন সরকারের জন্য জম হয়ে দাড়িয়েছে তাই ভুতুরে মিথ্যা মামলার আশ্রয় নিয়ে শহীদ জিয়ার সৈনিকদেরকে হয়রানী করার বৃথা চেষ্টা করছে। কিন্তু কোন লাভ হবে না জিয়ার সৈনিকরা কখনই অন্যায় অত্যাচারের কাছে মাথা নত করে না। মামলা আর হামলা করে রাজপথ থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে রাজপথ থেকে সরানো যাবে না। ক্ষমতার দম্ভ চিরদিন থাকে না, এটা অনেকেই সময় থাকতে বুঝে না। অন্যের উপর ভর করে কেউ বেশী দিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি ভবিষ্যত্বেও পারবে না। অবৈধ সরকারের প্রতি আহবান করবো ক্ষমতার লিপসা ছেড়ে জনগনের পক্ষে কাজ করুন। নতুবা জনগনের কাঠগড়ায় এর চড়া মূল্য দিতে হবে।
এ সময় তিনি বলেন, অচিরেই সদর থানার ভুতুরে মামলা থেকে মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজল, মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মন্টি, এড. আব্দুল হামিদ ভাষানী, হাসান আহম্মেদ, এড. আনোয়ার প্রধান, সরকার আলম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা, মহানগর ছাত্রদল নেতা রিয়াদ, নাজমুল হাসান, ইয়াছিন, রফিকুল ইসলাম সহ সকল নেতাকর্মীদের অব্যাহতি দিতে হবে। নতুবা দেশের জনগণ এর দাত ভাঙ্গা জবাব দিবে।
বিবৃতিতে একাত্বত্তা প্রকাশ করেন, মহানগর বিএনপির সহ-সভাপতি এড. জাকির হোসেন, ফখরুল ইসলাম মজনু, হাজী নুরুউদ্দিন, আয়সা সাত্তার, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, এড. আবু আল ইউসুফ খান টিপু।