নারায়ণগঞ্জের কন্ঠ : ২০০৪ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে নির্মিত বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।
শুক্রবার ( ২১ আগষ্ট ) সকাল ১০টায় শহরের ২নং রেল গেইটস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ও সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মোঃ বাদলের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ । পরে একুশে আগস্ট গ্রেনেড হামলার নিহতের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন । এ সময়ে একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয় ।
এ সময়ে আরোও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -৩ আসনের সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার হাসনাত, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, যুগ্ম সম্পাদক ইকবাল পারভেজ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এড. নুরুল হুদা, দপ্তর সম্পাদক এমএ রাসেল, উপ- প্রচার সম্পাদক নাসির উদ্দিন, সদস্য আমজাদ হোসেন, মাসুদ করিম বাবু, আওয়ামীলীগ নেতা লায়ন মাহবুবুর রহমান বাবুল, মোঃ শাহজাহান, নারায়ণগঞ্জ ব্যাংক কর্মচারী ফেডারেশনের সভাপতি আঃ কাদির, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক কামরুজ্জামান বুলেট, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মজিবুর রহমান, বর্তমান সভাপতি রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ সদর থানা শেখ শিশু কিশোর পরিষদের সভাপতি নুর হোসেন সওদাগর প্রমুখ ।
উল্লেখ্য, ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতার শেষ পর্যায়ে তাকে হত্যার উদ্দেশে ঐ সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। এই হামলায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় কয়েকজন নেতা সে দিন অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। এছাড়া আহত হন আরও ৫ শতাধিক দলীয় নেতাকর্মী।