নারায়ণগঞ্জের কন্ঠ: নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তিতাসের ৮ কর্মকর্তার জামিন মঞ্জুর করেছেন আদালত। ২১ সেপ্টেম্বর (সোমবার) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউসার আলমের আদালত এ জামিন মঞ্জুর করেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তিতাসের ৮ কর্মকর্তা ৫০০ টাকা বন্ডে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন আদালত।
জামিন প্রাপ্তরা হলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা অঞ্চলের তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদুর রহমান রাব্বী, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, ফতুল্লা অঞ্চলের সিনিয়র সুপারভাইজার মজিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকর্মী আইয়ুব আলী, প্রধান সহকারী ইসমাইল প্রধান ও সহকারী হানিফ মিয়া।
এর আগে শনিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ফতুল্লা অঞ্চলের বহিষ্কৃত ৪ কর্মকর্তা সহ ৮ জনকে গ্রেফতার করে সিআইডি। পরে আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানী শেষে আটজনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন ।
এর আগে এ ঘটনায় ৫ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় এসআই হুমায়ুন কবির বাদি হয়ে তিতাস গ্যাস , মসজিদ কমিটিসহ সংশ্লিষ্টদের গাফিলতি ও অবহেলাসহ সাতটি কারণ চিহ্নিত করে ‘অবহেলাজনিত হত্যা’র অভিযোগে একটি মামলা দায়ের করেন। পরে মামলাটি অধিকতর তদন্তের জন্য ১০ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কে তদন্তভার দেয়া হয়।
প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক, ইমাম, মুয়াজ্জিন, সাংবাদিক ও শিশুসহ অর্ধশতাধিক দগ্ধ হয়। রোববার দুপুর পর্যন্ত আব্দুল আজিজ ও ফরিদ শেখসহ ৩৩ জনের মৃত্যু হয়েছে।
বর্তমানে আইসিইউতে কাঞ্চন (২৪), সিফাত (১৮) ও আমজাদ (৩৭) নামের আরও ৩ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে কাঞ্চনের ৩০ শতাংশ, সিফাতের ২২ শতাংশ ও আমজাদের ২৫ শতাংশ দগ্ধ ।